ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

চলচ্চিত্রের ‘নবাব’ আনোয়ার হোসেনের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
চলচ্চিত্রের ‘নবাব’ আনোয়ার হোসেনের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৩ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার। ২৯ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৮০ - বহুতল ভবনে ওঠানামা করার জন্য ব্যবহৃত এলেভেটর বা লিফট আবিষ্কৃত হয়।
•    ১৭৮৮ - নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী হয়।
•    ১৮৪৭ – যুদ্ধ করে মেক্সিকো দখল যুক্তরাষ্ট্রের।
•    ১৯২২ - লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হয় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়।
•    ১৯৪৩ - জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।
•    ১৯৫৯ - চাঁদের উদ্দেশে রাশিয়া প্রথম রকেট উৎক্ষেপণ করে।

ব্যক্তি 
•    ১০৮৭ - বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাসের জন্ম।
•    ১৮৮৬- নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ রবার্ট রবিনসনের জন্ম।
•    ১৮৮৭ - রসায়নে নোবেলজয়ী সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকার জন্ম।
•    ১৯০৪ - সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম। তিনি ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা হিসেবে পরিচিতি লাভ করেন। তবে বিশেষ জনপ্রিয়তা লাভ করেন ভ্রমণকাহিনীর জন্য। বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট। ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
•    ১৯১০ - গীতিকার রজনীকান্ত সেনের মৃত্যু।
•    ১৯২৯ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী যতীন্দ্র নাথ দাস শহীদ হন। ৬৩ দিন অনশনের পর লাহোর কারাগারে মৃত্যু হয় তার।
•    ১৯৬৯ - অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের জন্ম।
•    ১৯৭৩ - ইতালিয়ান তারকা ফুটবলার ফাভিয়ো কানাভারোর জন্ম।
•    ১৯৮৯ - জার্মানির তারকা ফুটবলার টমাস মুলারের জন্ম।
•    ২০১৩ - বাংলা চলচ্চিত্রের ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের প্রয়াণ। ১৯৩১ সালের ৬ নভেম্বর জন্ম নেওয়া আনোয়ার হোসেন চলচ্চিত্র ভূবনে ‘নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘মুকুটহীন সম্রাট’ নামে খ্যাত। তিনি ১৯৫৮ সালে চিত্রায়িত ‘তোমার আমার’ চলচ্চিত্রটির মাধ্যমে অভিনয় জীবনে আসেন। ঢাকাই চলচ্চিত্রের এই প্রাণ-পুরুষ ৫২ বছরের অভিনয় জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো - সূর্যস্নান, কাচের দেয়াল, নবাব সিরাজউদ্দৌলা, জীবন থেকে নেয়া, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ধীরে বহে মেঘনা, কুয়াশা, গোলাপী এখন ট্রেনে, সূর্য সংগ্রাম, ভাত দে, পরশমণি, শহীদ তিতুমীর, ঈশা খাঁ, অরুণ বরুণ কিরণমালা এবং অনন্ত ভালবাসা। সংস্কৃতি অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদক।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।