ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

দেশবন্ধু চিত্তরঞ্জনের জন্ম ও ভুপেন হাজারিকার মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
দেশবন্ধু চিত্তরঞ্জনের জন্ম ও ভুপেন হাজারিকার মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন।

৫ নভেম্বর ২০১৬, শনিবার। ২০ কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫৫৬ - পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হিমু পরাস্ত হন।
•    ১৭৯৫ - বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।
•    ১৯১১ - ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।
•    ১৯৭৫ - অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ সেনাবাহিনীর হাতে পদচ্যুত হন।
•    ১৯৯৩ - ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে।

ব্যক্তি 
•    ১৮৫৪ - নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়ের জন্ম।
•    ১৮৭০ - স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্ম। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর তেলিরবাগ গ্রামে জন্ম নেওয়া চিত্তরঞ্জন ১৮৯০ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস করেন। ১৮৯৪ সালে তিনি কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন। ১৯০৮ সালে আরেক স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের বিচারে তিনি বিবাদী পক্ষের সমর্থনে লড়ে সবার নজর কাড়েন, ওই মামলায় শেষ পর্যন্ত অরবিন্দকে বেকসুর খালাস দেওয়া হয়। তিনি স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে দায়ের করা ঢাকা ষড়যন্ত্র মামলায়ও (১৯১০-১১) বিবাদী পক্ষের কৌঁসুলী ছিলেন। উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু-মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেন। ১৯২৫ সালের ১৬ জুন অকালে মৃত্যুবরণ করেন দেশবন্ধু। তার মৃত্যুর খবরে শোকার্ত রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন, “এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ। /মরণে তাহাই তুমি করে গেলে দান। ”
•    ১৯৫৯ - প্রখ্যাত কানাডিয়ান গায়ক, গিটারবাদক ও গীতিকার ব্রায়ান অ্যাডামসের জন্ম।
•    ১৯৭৫ - নোবেলজয়ী মার্কিন বংশাণুবিদ এডওয়ার্ড টাটুমের মৃত্যু।
•    ১৯৮২ - ফরাসি চলচ্চিত্রকার জাক তাতির মৃত্যু।
•    ২০১১ - প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী ভুপেন হাজারিকার মৃত্যু। ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর আসামে জ্ন্ম নেওয়া ভুপেনের ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি জিতেছিলেন ‘পদ্মভূষণ’, ‘অসমরত্ন’, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’, সেরা সংগীত পরিচালক হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’সহ অসংখ্য সম্মাননা। তার জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মানুষ মানুষের জন্যে’, ‘আমি এক যাযাবর’, ‘প্রতিধ্বনি শুনি’, ‘হে দোলা হে দোলা’ ও ‘চোখ ছলছল করে’।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।