ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

প্রিয়জনের হাত ধরে...

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
প্রিয়জনের হাত ধরে... বোটানিক্যাল গার্ডেনে হাটছেন এক যুগল। ছবি- নওশাদ হক তিয়াস

ঢাকা: ভালোবাসা দিবসে উপহার দেওয়া-নেওয়া, রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার পাশাপাশি একটি সুন্দর স্থানে একসঙ্গে বসে গল্প করতে না পারলে যেন পুরো দিনটাই বৃথা।

যারা এখনও সিদ্ধান্ত নেননি ভালোবাসার মানুষটাকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন, তারা দেখে নিন রাজধানী ও এর আশপাশের কয়েকটি জনপ্রিয় ঘোরাঘুরির স্থান।

১. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
রাজধানী থেকে মাত্র ৩২ কিমি দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত এ সুবিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

পছন্দের মানুষটির সঙ্গে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন প্রকৃতি ঘেরা এ ক্যাম্পাসের যেকোনো যায়গায়। নির্বিঘ্নে সময় কাটাতে পারবেন মুক্তমঞ্চের গ্যালারি, শহীদ মিনারের সিঁড়ি, লাইব্রেরির প্রাঙ্গণ, ট্রান্সপোর্ট চত্বর, সুইমিংপুলের ধার, বোটানিক্যাল গার্ডেন অথবা লেকের পাড়ে।  

২. ধানমন্ডি লেক
রাজধানীর অতিজনপ্রিয় একটি ঘুরতে যাওয়ার স্থান ধানমন্ডি লেক। যেহেতু এটা শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত, তাই এখানে লোক সমাগমও ঘটে বেশি। যুগলদের ভিড়ে সবসময়ই মুখরিত এ লেক। তাছাড়া ধানমন্ডি এলাকার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পছন্দের আড্ডাস্থল এটা।

৩. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
শহরে বসে গ্রামের হাওয়া খেতে চাইলে চলে যান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পেছনেই এর অবস্থান। এখানকার নির্জন খোলামেলা জমিতে বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভিদের চাষাবাদ চলে। দেখলে মনে হবে কৃষিনির্ভর গ্রামবাংলার কোনো এক এলাকায় চলে এসেছেন।  

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের বেশ কিছু স্থান অনেকের কাছেই বেড়াতে যাওয়ার প্রথম পছন্দ। টিএসসি, শহীদ মিনার, কার্জন হলসহ ক্যাম্পাসের নানা স্থানে সময় কাটানো যেতে পারে। তবে এখানেও মানুষের আনাগোনা একটু বেশি।

৫. চন্দ্রিমা উদ্যান
জাতীয় সংসদ ভবনের পাশেই অবস্থিত চন্দ্রিমা উদ্যান ও ক্রিসেন্ট লেক। লেকের পাড়ে গাছের ছায়ায় বসে সুন্দর সময় কাটবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়েও যুগলদের ঘোরাঘুরি করতে দেখা যায়।  

৬. মিরপুর লাভ রোড
মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ৩ নম্বর গেটের উল্টা পাশে যে সড়কটি অবস্থিত, তাকেই বলা হয় লাভ রোড। মিরপুরের প্রেমিক-প্রেমিকাদের ঘোরাঘুরির আদর্শ স্থান এটি। তাছাড়া আশপাশের কলেজ-ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরও পছন্দের আড্ডাস্থল এ রোডটি। সময়ের প্রয়োজনে এ এলাকায় গড়ে উঠেছে অসংখ্য রেস্টুরেন্ট। এসবের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়বে বৈচিত্র্যময় চায়ের দোকান। এর খুব কাছেই অবস্থিত মিরপুর চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন।

পর্যটকদের পদভারে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।