সর্বোচ্চ ঢেউয়ের ওপর সার্ফিং করার জন্য রদ্রিগো এসেছিলেন সেই নাজারিতেই। এবারের দৈত্যাকার ঢেউটির উচ্চতা ছিল ২৪ দশমিক আট মিটার (৮০ ফুট), অর্থাৎ প্রায় আটতলা ভবনের সমান।
সোমবার (৩০ এপ্রিল) ওয়ার্ল্ড সার্ফ লিগের একটি বিবৃতিতে সবচেয়ে বড় ঢেউয়ের ওপর আরোহণের স্বীকৃতিস্বরূপ রদ্রিগোর নাম ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, রদ্রিগো কোক্সা কেবল এ বছরের সবচেয়ে সবচেয়ে বড় ঢেউয়ের ওপর সার্ফিংয়ের সম্মানটিই অর্জন করেননি, তিনি নাম লিখিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
সার্ফ ডট কমে রদ্রিগো কোক্সা বলেন, এটি ছিল আমার জীবনের সবচেয়ে সেরা দিন। আমার বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।
রদ্রিগো যেদিন বিশ্বরেকর্ড উচ্চতার ঢেউয়ের ওপর সার্ফ করেছিলেন, একই দিন একই স্থানে একই প্রচেষ্টা চালিয়েছিলেন ব্রিটিশ সার্ফার অ্যান্ড্রু কটন। কিন্তু তিনি ব্যর্থ হন এবং মেরুদণ্ডের হাড় ভেঙে মারাত্মক আহত হন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, মে ০২, ২০১৮
এনএইচটি/এএ