ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৩ জুলাই ২০১৮, শুক্রবার। ২৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮৭৮ - তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে রোমানিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৩০ - উরুগুয়েতে ফিফা বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নামে ফ্রান্স। এতে ফ্রান্স ৪-১ গোলে জয়ী হয়। প্রতিযোগিতাটি ১৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মোট ১৩টি দল। বিশ্বকাপের প্রথম গোল করেন ফ্রান্সের লুসিয়েন লরেন্ত। প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল উরুগুয়ে।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মরক্কো।

জন্ম
১৮৮০ - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, মুসলিম জাগরণের কবি।
১৯০০ - ছবি বিশ্বাস, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা।
১৯৪০ - প্যাট্রিক স্টুয়ার্ট, ব্রিটিশ অভিনেতা এবং হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।
১৯৪২ - আব্দুল আল মামুন, বাংলাদেশি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক।
১৯৪২ - হ্যারিসন ফোর্ড, অভিনেতা।

মৃত্যু
১৮৫১ - আর্নল্ড শোয়েম বার্গ, অস্ট্রীয় সঙ্গীত স্রষ্টা।
১৯৬৯ - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ। ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে ১০ জুলাই ১৮৮৫ সালে জন্ম। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক পদ লাভ করেন। একই বছর ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক ‘নাইট অব দি অর্ডারস অব আর্টস অ্যান্ড লেটার্স’ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর ‘ডি লিট’ উপাধি দেয় এবং ১৯৮০ সালে মরণোত্তর বাংলাদেশের স্বাধীনতা পদক দেওয়া হয়। ১৯৬৯ সালের ১৩ জুলাই ঢাকায় মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।