তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১৪ জুলাই ২০১৮, শনিবার। ৩০ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১২২৩ - অষ্টম লুই ফ্রান্সের রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
১৫৫৩ - সম্রাট পঞ্চম চার্লস তিউনিস জয় করেন।
১৬৩৬ - সম্রাট শাহজাহান আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিয়োগ করেন।
১৭৮৯ - বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
১৮৬১ - বিশ্বের প্রথম মেশিনগান তৈরি হয়।
১৮৬৭ - আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন।
১৯১৭ - ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা।
১৯৫৮ - জেনারেল আব্দুল করিম কাসেমের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইরাকের রাজতান্ত্রিক সরকারের পতন ঘটে এবং প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
জন্ম
১৭৫৬ - টমাস রোলান্ডসন, ব্রিটিশ কবি।
১৯০৩ - আর্ভিং স্টোন, মার্কিন লেখক।
১৯১৩ - ফ্রিৎজ আর্থার, জার্মান রাজনীতিবিদ।
১৯১৩ - জেরাল্ড ফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি।
১৯১৮ - ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।
মৃত্যু
১২২৩ - দ্বিতীয় ফিলিপ, ফ্রান্সের রাজা।
১৯০৪ - আইজ্যাক সিঙ্গার, নোবেলজয়ী পোলিশ সাহিত্যিক।
২০১২ - মাজহারুল ইসলাম, বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম। ১৯২৩ সালের ২৫ ডিসেম্বর জন্ম। বাংলাদেশের স্থাপত্য পেশা চর্চার পথিকৃৎ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রথম সভাপতি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও লাইব্রেরি ভবন, জীবন বীমা ভবন, নতুন রাঙামাটি শহর পরিকল্পনা, কৃষি উন্নয়ন করপোরেশন, বিসিএসআইআর লাইব্রেরি ভবন, সড়ক গবেষণা পরীক্ষাগার, বিশ্ব ব্যাংক অফিস ভবন ইত্যাদি।
বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এনএইচটি/এএ