ঝরনাটি নির্মাণ করেছে চীনা প্রতিষ্ঠান গুইঝোও লুদইয়া প্রোপার্টি লিমিটেড। দক্ষিণ-পূর্ব চীনের গুইঝোও প্রদেশের গুইইয়াং শহরের একটি ৩৫০ ফুট উঁচু বহুতল ভবনে স্থাপিত এটি।
কৃত্রিম ঝরনাটি নির্মাণের জন্য ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ইঞ্জিনিয়ারদের। কারণ, ৪টি বিশালাকৃতির পাম্পের সাহায্যে মাটি থেকে ৩৫০ ফুট ওপরে পানি তুলতে প্রচুর বিদ্যুৎ প্রয়োজন। প্রতি ঘণ্টায় এর খরচ ১০০ ডলারেরও বেশি। কেবল বিশেষ বিশেষ দিনগুলোতে ঝরনাটি সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে এর নির্মাতারা।
ওই শহরের একজন বাসিন্দা তেংগিয়ু ঝ্যাং সংবাদমাধ্যমকে বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করে ঝরনাটি চমৎকার। এই প্রদেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে এটি।
তবে অনেকেই ঝরনাটির ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করেন। তারা মনে করছেন, এটি বিদ্যুৎ ও পানির অপচয় ছাড়া আর কিছুই না।
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এনএইচটি/এএ