ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

মুখোশে প্রকাশ পেল মায়া শাসকের মুখমণ্ডল

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
মুখোশে প্রকাশ পেল মায়া শাসকের মুখমণ্ডল ‘পাকাল দ্য গ্রেটের’ মুখায়ব অঙ্কিত মুখোশ।

ঢাকা: সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন মায়া সভ্যতার একটি প্লাস্টার করা মুখোশ। বলা হচ্ছে, বৃদ্ধ বয়সে এই মুখোশের মতোই দেখতে ছিলেন মায়া শাসক ‘পাকাল দ্য গ্রেট’।

মেক্সিকোর পালেঙ্কের প্রত্নতাত্ত্বিক অঞ্চলে খনন কাজ চালানোর সময় মুখোশটি আবিষ্কৃত হয়। একটি মন্দিরের ড্রেনেজ সিস্টেমে অনুসন্ধান চালানোর সময় ২০ সেন্টিমিটারের মুখোশটি আবিষ্কার করেন ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্ট্রির গবেষকরা।

গবেষক দলের প্রধান ডিয়েগো পিয়ের্তো সংবাদমাধ্যমকে বলেন, যুগে যুগে প্রত্নতাত্ত্বিক, নৃবিজ্ঞানী ও ঐতিহাসিকদের বিস্মিত করেছে পালেঙ্ক। এই মুখোশোটিও এমনই একটি বিস্ময় জাগানো আবিষ্কার।

এই মুখোশের পাশাপাশি ওই স্থান থেকে আরও পাওয়া যায় কিছু সিরামিকের অবয়ব, কারুকাজ করা হাড় ও টিকটিকি, কাঁকড়া, কাছিমসহ বেশ কিছু প্রাণীর দেহাবশেষ। ভবনটি পুনর্নিমাণের সময় এসব বস্তু সেখানে দান করা হয় বলে ধারণা করছেন গবেষকরা। যেস্থানে আবিষ্কার হয় মুখোশটি। জানা যায়, মাত্র ১২ বছর বয়সে শাসনভার গ্রহণ করেন ‘পাকাল দ্য গ্রেট’। ৬১৫ থেকে ৬৮৩ সাল পর্যন্ত ছিল তার শাসনকাল।  ওই অঞ্চলে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে যা মায়া সভ্যতা সম্পর্কে মানুষের ধারণাকে নতুন রূপ দিয়েছে। এককালে সেখানে জমজমাট মানববসতি ছিল। দীর্ঘকালীন খরার কারণে সেখানকার সমাজিক ব্যবস্থা ধ্বংস হয়েছে, এমন আলামত পাওয়া যায় কিছুদিন আগে।

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।