ব্রিটিশ চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড বাজেট উপস্থাপনে বিবাহ আইনের একটি পর্যালোচনা তুলে ধরেন। যাতে রেস্তোরাঁ, পানশালা ও হোটেলে বিয়ে অনুষ্ঠানের জন্য নিয়ম মানার কথা বলা হয়।
বলা হচ্ছে, এ পদক্ষেপের কারণে আরও সাশ্রয়ী মূল্যে এখন বিয়ের অনুষ্ঠান আয়োজন করা যাবে। এখন প্রত্যেকদিন বিয়ের অনুষ্ঠানের জন্য খরচ হয় ৩০ হাজার পাউন্ড।
আইন কমিশনের পর্যালোচনা অনুযায়ী চ্যান্সেলর ফিলিপ ইংল্যান্ড ও ওয়েলসের বিয়ের ভেন্যুর বিষয়গুলো উপস্থাপন করেন। আশা করা হচ্ছে, এর ফলে রেস্তোরাঁ, পাবস, হোটেলসহ হসপিটালিটি খাতে বিয়ের অনুষ্ঠান আয়োজনের দ্বার খুলে যাবে। যার ফলে এ খাতের উন্নতি হবে।
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এএইচ/এএ