ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

মোসলেমের ৫৯ বছরের বিরল পত্রিকা সংগ্রহশালা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
মোসলেমের ৫৯ বছরের বিরল পত্রিকা সংগ্রহশালা সংবাদপত্রপ্রেমী ব্যক্তি মোসলেহ উদ্দীন ওরফে মোসলেম

ঢাকা: বই বা পত্র-পত্রিকা সংগ্রহের সমাহার বসানোর নেশা অনেকেরই। আর এটা সম্ভব হয় বেশির ভাগই সৌখিন বা অর্থনৈতিভাবে সচ্ছল মানুষ দিয়ে। কিন্তু সেটা যদি হয় নানা টানাপোড়েনের সংসারের একজন দরিদ্র মানুষ দিয়ে, তাহলে সত্যিই বিষয়টি আবাক হওয়ার। আর এমনই জানা গেছে- ময়মনসিংহ জেলার গৌরীপুরের সংবাদপত্রপ্রেমী ব্যক্তি মোসলেহ উদ্দীন ওরফে মোসলেমকে নিয়ে। তিনি প্রায় ৫৯ বছর ধরে নিরলসভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকা থেকে রিপোর্ট বা ফিচার কেটে কেটে সংগ্রহ করে এসেছেন।

হাজার হাজার ইংরেজি অথবা বাংলা ভাষার সংবাদপত্রসহ, পত্রিকায় দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নেতাদের কথা, প্রত্যেক বছরের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংখ্যা, সমাজ, সংস্কৃতি, ইতিহাস, বিজ্ঞান, কৃষি, স্বাস্থ্য, ধর্ম, রকমারি ও বিভিন্ন তথ্য সম্পর্কিত পত্রিকা তারিখ অনুযায়ী সাজিয়ে বিরল সংগ্রহশালা বানিয়েছেন জেলাটির গৌরীপুর উপজেলার বেকারকান্দা গ্রামের মোসলেম।

তার পত্রিকা সংগ্রহশালায় আছে- ১৯৫৬ সালে পাকিস্তানের সংসদে দেওয়া হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভাষণ, শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ১৯৬৫ সালের সেপ্টেম্বরে পাক-ভারত যুদ্ধকালীন পত্রিকা, বাকশাল কেন্দ্রীয় কমিটির প্রথম মিটিংয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ (২১ জুন, ১৯৭৫), কাশ্মীর ও ফিলিস্তিন, বাঙালি জাতীয়তাবাদ বনাম বাংলাদেশি জাতীয়তাবাদ, আদিবাসী কারা, শেখ হাসিনার বিভিন্ন কথা ও ট্রানজিট- এমন তথ্যসমৃদ্ধ দৈনিক।


সংবাদপত্রপ্রেমী ব্যক্তি মোসলেহ উদ্দীন ওরফে মোসলেম
আরও রয়েছে- চার্লস-ডায়না, ক্লিনটন-মনিকা, এরশাদ-মেরীর বিষয়ে লেখা পত্রিকাগুলো। এছাড়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে ১৯৭৭-৭৮ সালে প্রকাশিত সাপ্তাহিক ইংরেজি ‘মস্কো নিউজ’ পত্রিকা, মাসিক কারেন্ট ওয়ার্ল্ডয়ের সব সংখ্যা। সেইসঙ্গে সযত্নে তার সংগ্রহে আছে- পুরাতন পঞ্জিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চিঠিপত্র।

১৯৬৯ সালের জুলাইয়ে মার্কিন মহাকাশচারীদের চাঁদে অবতরণ বিষয়ে লেখা তৎকালীন দৈনিক ইত্তেফাক, মার্কিন পরিক্রমা ও পাকিস্তান আমলের কয়েকটি দৈনিক দেশপত্রিকা তার ভাণ্ডারে আছে।

এরপর ইত্তেফাক ও জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত ‘সৃষ্টি রহস্যের খোঁজে হাবল’ সংক্রান্ত তথ্যও রয়েছে তার কাছে। রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত জনপ্রিয় অজস্র কলাম লেখকদের লেখা, যা পত্রিকায় দেখলেই বোঝা যায়।

তবে অর্থের অভাবে বুকসেলফ বা আলমিরা কিনতে না পারায় একটি জরাজীর্ণ ঘরে সংগ্রহ করে রাখা তার এসব গুরুত্বপূর্ণ তথ্যাদি নষ্ট হয়ে যাচ্ছে। কোনো বুক সেলফ বা আলমিরা কেনার সামর্থ নেই মোসলেমের। তিনি দীর্ঘদিন ধরে সংগ্রহ করা এসব তথ্য রক্ষা করতে চান।
সংবাদপত্রপ্রেমী ব্যক্তি মোসলেহ উদ্দীন ওরফে মোসলেম
জানা গেছে, ছোট্ট জরাজীর্ণ একটি ঘরে তার বাস। জন্ম ১৯৪৭ সালে সম্ভ্রান্ত পরিবারে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি। ১৯৫৬ সালে স্থানীয় গজন্দর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে ১৯৬১ সালে ৫ম শ্রেণিতে প্রথম হয়ে উত্তীর্ণ হন তিনি। গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৭ সালে এসএসসি পরীক্ষায় ২য় বিভাগে উত্তীর্ণ হন। পরে পিতার আর্থিক অভাব-অনটনের কারণে পাঁচ বছর পড়াশোনা বন্ধ রাখতে বাধ্য হন তিনি। কিন্তু অদম্য মনোবল থাকায় ১৯৭২ সালে নিজের একটি ছাগল ৩৪ টাকায় বিক্রি করে পরের দিন গৌরীপুর সরকারি কলেজের কদ্দুছ কেরানীর সহায়তায় মাত্র ৩০ টাকা দিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছিলেন মোসলেম।

১৯৭৪ সালে এইচএসসি পাসের পর ১৯৯৩ সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। বাঁচার তাগিদে ১৯৭৬ সালে তিনি তার সামান্য জমিতে চাষাবাদ শুরু করেন। এছাড়া ১৯৭৩ ও ১৯৭৮ সালে যথাক্রমে মাতা ও পিতাকে হারান তিনি। একজন দক্ষ ইংরেজি শিক্ষক হিসেবে তিনি সর্বমহলে পরিচিত। খণ্ডকালীন শিক্ষক হিসেবে যে হাই স্কুলেই তিনি শিক্ষকতা করতে যান, সহজ-সরল মানুষ বিধায় সবাই তাকে ঠকিয়েছিল।

১৯৮৪ সালে একটি স্কুলে চাকরির জন্য তিনি ১৭ শতাংশ জমি বিক্রি করে পাঁচ হাজার টাকা দক্ষিণা দেন। পরে চাকরিও হয়ে যায়। কিন্তু ভগ্নিপতি সাদত আলী ও ভাগ্নে নজরুল ইসলাম কাল হয়ে দাঁড়ান জমিটা তাদের কাছে বিক্রি করা হয়নি বলে। একপর্যায়ে এ নিয়ে জটিলতা দেখা দিলে তার পাওয়া চাকরিটাও হারাতে হয়।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।