ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

দেশে দেশে পশুপাখিদের বড়দিন! 

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
দেশে দেশে পশুপাখিদের বড়দিন! 

বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস)। যিশুখ্রিস্টের জন্মদিবস ঘিরে প্রতি বছর ২৫ ডিসেম্বর উদযাপিত হয় এ দিন। দুই হাজার বছর আগে এদিনই বেথলেহেমে জন্ম নেয় স্বর্গীয় এক শিশু। পরবর্তী জীবনে সে বিশ্বমানবতার কাছে পৌঁছে দেয় শান্তি, ভালোবাসা, ক্ষমা আর ত্যাগের বাণী। কালে কালে তার নামই হয় যিশুখ্রিস্ট। 

যিশুর জন্মদিন ঘিরে সাজ সাজ রব সারা দুনিয়ায়। আজ গির্জা থেকে শুরু করে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ঘরগুলো ভরে উঠেছে নানা উপহার, কেক, ক্রিসমাস ট্রি আর আলোকসজ্জায়।

লাল জামা, আর টুপি পরে সাদা দাড়ির বৃদ্ধ সান্তাক্লজ শিশুদের কাছে পৌঁছে দিচ্ছে বড়দিনের চমৎকার সব উপহার।  

কিন্তু শুধু মানুষই বড়দিন উদযাপন করবে, রঙবেরঙের উপহার পাবে, তা কেন!? পশুপাখিরাই বা দোষ করলো কী? বড়দিন তো সবার! এই ভাবনা থেকেই ফ্রান্স, জার্মানি, কলম্বিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের চিড়িয়াখানার পশুপাখিদের বড়দিনের উপহার দেওয়া হয়েছে।  

গত কয়েকদিন ধরে রঙিন মোড়ক আর বাকশে পুরে এসব পশুপাখিকে দেওয়া হচ্ছে মজার মজার সব উপহার। কামড়ে, খামচে, আছড়ে, আরও কতো কী করে যে সেসব প্যাকেটের রহস্য জানার চেষ্টা করছে পশুপাখিরা। সত্যিই তাদের এসব অভিব্যক্তি দেখার মতন! বেশিরভাগ উপহারের প্যাকেটেই অবশ্য পশুপাখিদের যার যার পছন্দের খাবার দেওয়া হচ্ছে। সেসব পেয়ে আনন্দে দিশেহারা প্রাণীরা। চলুন দেখে আসা যাক বড়দিনের উপহার পাওয়া পশুপাখিদের বিচিত্র সব অভিব্যক্তি।

.
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরতলীর ‘ওরানা ওয়াইল্ডলাইফ পার্ক’-এ ঠোঁট দিয়ে ঠুকরে বড়দিনের উপহারের প্যাকেট খুলছে একটি কিয়া প্রজাতির তোতাপাখি।


.
নিউজিল্যান্ডের 'ওরানা' পার্কে দরদ নিয়ে নিজের ক্রিসমাস উপহার আগলে আছে একটি গরিলা।


.
 ওরানা পার্কে উপহারের বাকশো খোলার খেলায় মেতেছে একদল চিতা।  


.
 উপহারের বাকশো খুলছে চিতার দল।  


.জার্মানির 'টাইপার্ক হ্যাজেনবেক' চিড়িয়াখানায় শুঁড় দিয়ে ফল ও বাদামভর্তি বাকশো খুলছে একদল হাতি।
 

.
কলোম্বিয়ার ‘কালি’ চিড়িয়াখানায় উপহার হাতে উৎসুক বেবুন।


.
বাকশো খুলে খাবার খাচ্ছে কালির সিংহ।


.
কালি চিড়িয়াখানায় ব্যাপক মনোযোগের সঙ্গে ক্রিসমাস উপহার দেখছে এক কাপুচিন বানর।  


.
উপহার পরখ করছে কালি চিড়িয়াখানার কালো জাগুয়ার।   


.
ফ্রান্সের ‘পেসচেরাই’ চিড়িয়াখানায় খাবারভর্তি ক্রিসমাস উপহারের প্যাকেট খুলছে একদল স্কুইরেল বানর।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।