ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বিখ্যাত অভিনেতা আল পাচিনোর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
বিখ্যাত অভিনেতা আল পাচিনোর জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়- যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

২৫ এপ্রিল ২০২০, শনিবার। ১২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৯২- প্যারিসে প্রথম গিলোটিন স্থাপিত হয়।
১৮৫৯- সুয়েজ খাল খননের কাজ শুরু।
১৮৮২- খুলনা জেলার যাত্রা।
১৯০১- যুক্তরাষ্ট্রে প্রথম অঙ্গরাজ্য হিসেবে নিউইয়র্কে অটোমোবাইলের প্লেট চালু।
১৯৭৫- ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন।

জন্ম
১৫৯৯- ইংরেজ রাষ্ট্রনায়ক, সৈনিক, ও বিপ্লবী অলিভার ক্রমওয়েল।
১৮৭৪- বেতার টেলিগ্রাফের আবিষ্কারক গুগলিয়েলমো মার্কনি।
১৯২১- ডাচ চিত্রকর ক্যারল অ্যাপল।
১৯২৮- আমেরিকান চিত্রশিল্পী ও ভাস্কর সাই টম্বলি।
১৯৪০- মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা আল পাচিনো।
তাকে চলচ্চিত্র ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ কয়েকজন অভিনেতার একজন বলা হয়। চলচ্চিত্রে ব্যাপক উপস্থিতি ও অভিনীত চরিত্রগুলোর বৈচিত্র্যময়তার দিক দিয়ে বিচার করলে তার জুড়ি হতে পারেন কেবল মার্লোন ব্রান্ডো এবং রবার্ট ডি নিরোর মতো মহান অভিনেতারা। গডফাদার ও ডগ ডেই আফটারনুনের মতো অমর চলচ্চিত্রে অভিনয় করা অতুলনীয় অভিনেতা হিসেবে পাচিনোকে নিয়ে গেছে সাফল্যের শীর্ষে।

মৃত্যু
১০৭৭- হাঙ্গেরির রাজা প্রথম গেযা।
১৮০০- ইংরেজ কবি উইলিয়াম কাউপার।
১৯৭২- ইংরেজ অভিনেতা জর্জ স্যান্ডার্স।
২০০০- ফরাসি গণিতবিদ লুচিন লে ক্যাম।
২০১২- আইরিশ চিত্রকর লুই লি ব্রকিয়।
২০১৪- স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার টিটো ভিলানোভা।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।