ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, মে ১৫, ২০২০
দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম দেবেন্দ্রনাথ ঠাকুর।

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

১৫ মে ২০২০, শুক্রবার। ০১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১০০৪- দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত।

১৬২৫- অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি কার্যকর হয়।

১৭৭৬- প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিল।

১৮১৮- বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।

১৯৫৪- আদমজি মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা। সরকারি হিসাবে নিহত ৪০০, বেসরকারি মতে ৬০০।

১৯৬০- কঙ্গো স্বাধীন হয়।

১৯৮৮- আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু।

জন্ম

১৫৬৫- ক্লডিও মন্টেভার্ডি, ইতালীয় গীতিকার।

১৬০৮- রেনে গোপিল, ফরাসি ক্যাথলিক মিশনারি।

১৭২০- ম্যাক্সিমিলিয়ান হেল, স্লোভাকীয় জ্যোতির্বিজ্ঞানী।

১৭৭৩- রাজপুত্র ক্লেমেন্স ভেনজেল ভন মেটারনিখ, অস্ট্রিয়ান কূটনীতিক।

১৭৮৬- জেনারেল ডিমিট্রিস প্লাপাউটিস, গ্রিসের স্বাধীনতা যুদ্ধের মহান বিপ্লবী সেনানায়ক।

১৮১৭- দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতের ধর্মীয় সংস্কারক ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা।

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তিনি জন্ম নেন। তার পিতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কনিষ্ঠ পুত্র।

দেবেন্দ্রনাথ বিধবাবিবাহ প্রচলনে উৎসাহী ছিলেন। তবে বাল্য ও বহু বিবাহের বিরোধী ছিলেন। শিক্ষাবিস্তারেও তার বিশেষ অবদান ছিল। খ্রিষ্টধর্মের প্রভাব থেকে ভারতীয় যুবকদের রক্ষার জন্য ১৮৬৭ সালে রাধাকান্ত দেব তাকে ‘জাতীয় ধর্মের পরিরক্ষক’ ও ব্রাহ্ম সমাজ ‘মহর্ষি’ উপাধিতে ভূষিত করে। ১৯০৫ সালের ১৯ জানুয়ারি কলকাতায় তার জীবনাবসান ঘটে।

১৮৪৮- ভিক্টর ভাসনেতসভ, রুশ চিত্রশিল্পী।

১৮৫৬- এল ফ্রাঙ্ক বাম, মার্কিন লেখক।

১৮৫৭- উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিজ্ঞানী।

১৮৫৯- পিয়েরে কুরি, নোবেলজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৮৬২- আর্থার শ্নিজলার, অস্ট্রীয় নাট্যকার।

১৮৯০- ক্যাথেরিন অ্যান পোর্টার, মার্কিন লেখক।

১৮৯১- মিখাইল বুলগাকভ, রুশ লেখক।

১৮৯২- জিমি ওয়াইল্ড, মুষ্টিযোদ্ধা।

১৮৯৫- প্রেসকট বুশ, মার্কিন সিনেটর এবং জর্জ ডাব্লিউ বুশের পিতা।

১৯০৩- মারিয়া রাইখ, জার্মান বংশোদ্ভূত গণিতবিদ এবং প্রত্নতত্ত্ববিদ।

১৯০৫- জোসেফ কটেন, মার্কিন অভিনেতা।

১৯০৯- জেমস মেসন, ইংরেজ অভিনেতা।

১৯৩৫- টেড ডেক্সটার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

মৃত্যু

১১৫৭- রুশ যুবরাজ ইউরি ডলগোরুক।

১৮৮৬- মার্কিন নারী কবি এমিলি ডিকিনসন।

১৯৯৪- সুরকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আবদুল আহাদ।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মে ১৫, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।