ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বীর আলেকজান্দারের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, জুন ১১, ২০২০
বীর আলেকজান্দারের প্রয়াণ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১১ জুন ২০২০, বৃহস্পতিবার। ২৮ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭২৭- দ্বিতীয় জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত।
১৭৬০- মহীশুরের নবাব হায়দার আলির সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়।
১৭৮৮- রুশ অভিযাত্রী গেরাসিম ইসমাইলভ আলাস্কায় পৌঁছান।
১৮৪৬- মৌলবি ফরিদ উদ্দিন খাঁর সম্পাদনায় বহুভাষিক সাপ্তাহিক পত্রিকা ‘জগদুদ্দীপক ভাস্কর’ প্রকাশিত হয়।
১৯৪২- সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদবিরোধী সামরিক চুক্তি সই।

জন্ম
১৫৭২- ব্রিটিশ কবি ও নাট্যকার বেন জনসন।
১৮৯৭- ভারতের বিপ্লবী রাম প্রসাদ বিসমিল।
১৮৯৯- নোবেলজয়ী জাপানি সাহিত্যিক ইয়াসুনারি কাওয়াবাতা।
১৯০১- সাহিত্যিক ও প্রাবন্ধিক প্রমথনাথ বিশী।
১৯৪৭- বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব।

মৃত্যু
খ্রিস্টপূর্ব ৩২৩– গ্রিক রাজ্য মেসিডোনিয়ায় জন্ম নেওয়া বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ সাম্রাজ্যের সম্রাট বীর আলেকজান্দার।

৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে পেল্লা নামক স্থানে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে ১৬ বছর বয়স পর্যন্ত দার্শনিক অ্যারিস্টটলের কাছে শিক্ষালাভ করেন। খ্রিস্টপূর্ব ৩৩৬ সালে রাজা দ্বিতীয় ফিলিপকে হত্যা করা হলে বাবার স্থলাভিষিক্ত হন আলেকজান্দার। তিনি বাবার স্বপ্নপূরণের উদ্দেশে পারস্য অভিমুখে সেনাবাহিনী পরিচালনা করেন। খ্রিস্টপূর্ব ৩৩৪ সালে তিনি পারস্য সাম্রাজ্য আক্রমণ করেন, আনাতোলিয়া শাসন করেন ও পরের দশ বছর অনেকগুলো সামরিক অভিযান পরিচালনা করেন। ফলে তার সাম্রাজ্য আড্রিয়াটিক সমুদ্র থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত হয়। এই অপরাজেয় সমরবিদ ইতিহাসের অন্যতম সফল সেনানায়ক হিসেবে পরিগণিত। ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন শহরে মৃত্যুর পর সেনাপতি ও উত্তরাধিকারীদের মধ্যে তার অধিকৃত সাম্রাজ্য বহু খণ্ডে ভেঙে যায়।

১৮৬০- বাঙালি পণ্ডিত ও গ্রন্থকার রামকমল ভট্টাচার্য।
১৯৩৬- মার্কিন লেখক রবার্ট ই. হাওয়ার্ড।
১৯৬২- চলচ্চিত্র ও নাট্যাভিনেতা ছবি (শচীন্দ্রনাথ) বিশ্বাস।
১৯৭০- নারীনেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ও দেশব্রতী লীলা রায়।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জুন ১১, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।