এ বছরের ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪০ বছর পূর্ণ হচ্ছে। অথচ নতুন প্রজন্স স্বাধীনতা সংগ্রামের সেই অনুপ্রেরণা থেকে প্রায় বঞ্চিত।
অ্যালবামে থাকবে মুক্তিযুদ্ধের বিভিন্ন সময় ও পরিস্থিতির স্থিরচিত্র। এ লক্ষ্য বাস্তবায়ন করতে ‘ব্যাক বেঞ্চারস’ সংগঠনের একদল পরিশ্রমী ও অনুসন্ধিৎসু তরুণ দেশে-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্থিরচিত্র সংগ্রহ করবে। এ কাজে অভিজ্ঞ একটি গবেষকদলও তাদের সহযোগিতা করবেন। ছবি সংগ্রহের পর সংশ্লিষ্ট বিষয়ে দেশের স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে বিচারক প্যানেল গঠন করা হবে। তারা সংকলনের জন্য সংগৃহীত স্থিরচিত্রগুলো থেকে সেরাগুলো বাছাই করবেন।
মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা এ সংগঠনটি বেশ কয়েকটি কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ২০০৯ সালের বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘মুক্তিযুদ্ধবিষয়ক পোড়ামাটির ইন্সটলেশন আর্ট’ প্রদর্শনী এবং বিজয় কনসার্ট।
উদ্যোগটি সফল করার জন্য আগ্রহী যে কেউ পাঠাতে পারেন মুক্তিযুদ্ধবিষয়ক ছবি। যোগাযোগ করা যাবে এ ঠিকানায় : মো. মোবারক হোসেন, সমন্বয়ক, একাত্তরের ছবি, ৪/বি নিউ ইস্কাটন, দিলু রোড, ঢাকা। মোবাইল : ০১৭১১৭০৫৫১১। ই-মেইল : mobaraque_28@yahoo.com
বাংলাদেশ স্থানীয় সময় ১২৪৫, সেপ্টেম্বর ২১, ২০১০