ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

কিংস অ্যারেনায় খেলতে মুখিয়ে আছেন রোয়েলস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, জুন ৫, ২০২৪
কিংস অ্যারেনায় খেলতে মুখিয়ে আছেন রোয়েলস

বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামীকাল (৬ জুন) বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচের একদিন আগে বাংলাদেশে এসেছে সফরকারীরা।

আজ অনুশীলন করে কাল মাঠে নামবে তারা। ইতোমধ্যেই বসুন্ধরা কিংস স্টেডিয়াম দেখেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। সেখানে খেলার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন দলটির ডিফেন্ডার কায় রোয়েলস।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার কোচ এবং ফুটবলার কায় রোয়েলস। বাংলাদেশের আবহাওয়া এবং মাঠ নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার। আগামীকাল এই মাঠে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। ম্যাচের দিন এখানে দারুণ একটা পরিবেশ তৈরি হবে এটাই প্রত্যাশা অস্ট্রেলিয়ার।  

রোয়েলস বলেন, ‘এটা দারুণ একটা স্টেডিয়াম। এখানে সব কিছুই আছে। পেছনের বিল্ডিংগুলো দেখে আন্দাজ করা যাচ্ছে এটা ভবিষ্যতে আরও অনেক বড় হবে। আমি এখানে খেলতে মুখিয়ে আছি। আগামীকাল এখানে দারুণ একটা পরিবেশ তৈরি হবে বলে বিশ্বাস করি। সেটা দেখার অপেক্ষায় আছি। ’

দলের প্রস্তুতি নিয়ে রোয়েলস বলেন, ‘আমরা প্রায় এক সপ্তাহ একসঙ্গে অনুশীলন ক্যাম্প করেছি। আমরা সকলেই প্রস্তুত আছি। আর এর প্রতিফলন কাল মাঠে দেখাতে চাই। আমরা দেখাতে চাই আমরা কি করতে পারি। ’

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ০৫, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।