ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাফুফে নির্বাচন: সিনিয়র সহসভাপতির মনোনয়ন নিলেন ইমরুল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
বাফুফে নির্বাচন: সিনিয়র সহসভাপতির মনোনয়ন নিলেন ইমরুল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করেছে। আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ।

প্রথমদিনেই অনেক প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। তবে সভাপতি পদে মনোনয়ন নেননি কেউই।  

আজ মনোনয়ন কেনা প্রার্থীদের মধ্যে বড় নাম বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। গুঞ্জন ছিল সভাপতি পদে নির্বাচন করবেন বাফুফের বর্তমান সহসভাপতি। তবে আজ সিনিয়র সহসভাপতি পদে মনোনয়ন কিনেছেন তিনি।

আজ সকাল ১০টা থেকেই বাফুফেতে মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। বিভিন্ন সংগঠক-সাবেক ফুটবলাদের পদচারনায় মুখরিত বাফুফে সচিবালয়। আজ প্রথম দিনে মনোনয়ন বিক্রি হয়েছে মোট ২৫টি। সিনিয়র সহ সভাপতি পদে শুধু মাত্র ইমরুল হাসান একাই মনোনয়ন কিনেছেন। সহ সভাপতি পদে মনোনয়ন বিক্রি হয়েছে চারটি। সদস্য পদে ফর্ম বিক্রি হয়েছে ২০টি।  

সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম চলেছে। এরপর বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘আজকে আমাদের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন ছিল। আজকে সভাপতি পদে কোনও মননয়নপত্র বিক্রি হয়নি। সিনিয়র সহসভাপতি পদে একজন, সহসভাপতি পদে চার জন এবং সদস্য পদে ২০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ’ 

আগামীকাল সরকারি ছুটি হলেও মননোয়নপত্র বিতরণ চলবে, এমনটাই জানিয়েছেন তুষার।

তবে কারা কারা মনোনয়ন নিয়েছেন তা প্রকাশ করেননি বাফুফে সাধারণ সম্পাদক। প্রার্থীদের গোপনীয়তা রক্ষার্থেই এমনটা করছেন বলে জানিয়েছেন তিনি। তবে সূত্র মতে, সিনিয়র সহসভাপতি পদে বর্তমান সহসভাপতি ইমরুল হাসান একটি ফরম সংগ্রহ করেছেন। এছাড়া বাফুফের সাবেক সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন সদস্যের পাশাপাশি সহ-সভাপতি পদেও মনোনয়ন সংগ্রহ করেছেন। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ করিম সহ-সভাপতি পদে একটি ফরম নিয়েছেন। এছাড়া নাসির শাহরিয়ার জাহেদী এবং সাব্বির আহমেদ আরিফ সহসভাপতি পদে মনোনয়ন নিয়েছেন।  

বর্তমান নির্বাহী কমিটির মধ্যে জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, টিপু সুলতান সদস্য পদে মনোনয়ন নিয়েছেন। এবার নির্বাচন করে জয়ী হয়ে আসার জন্যই অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন কিরণ। তিনি বলেন, ‘আমি আজকে সদস্য পদে মনোনয়ন কিনেছি। নির্ধারিত সময়েই আমি সেটা জমা দেব। নির্বাচনে জিতে আসার জন্যই আমি অংশ নিচ্ছি। এখনও কোনো প্যানেল নেই। ব্যাক্তিগতভাবেই আমি মনোনয়ন কিনেছি। পরে প্যানেল হলে আপনারা দেখতে পাবেন। ’

এছাড়া সত্যজিৎ দাস রুপু সদস্য পদে মনোনয়ন নিয়েছেন। তিনি বলেন, ‘আমি আজকে যে মননোয়ন বিতরণ শুরু হয়েছে সেখানে সদস্য পদে একটি ফর্ম কিনেছি। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে। আমি ব্যক্তিগত ইচ্ছা থেকেই ফর্ম নিয়েছি। তবে আগামীতে যদি কোনও প্যানেল হয় সেটা তখনই আপনারা দেখতে পাবেন। ’ 

‘আমি ফুটবলেরই লোক। আমি গত ৪৫ বছর ধরে ফুটবলের সঙ্গে আছি। ফুটবলের উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি। আগামীতেও করে যাব। আশা করি নির্বাচনে অংশ নিলে যারা ভোটার আছেন তারাও আমাকে সেভাবেই মূল্যায়িত করবেন,’ যোগ করেন তিনি।  

আজ সদস্য পদে মনোনয়নে নতুন মুখ হিসেবে ছিলেন সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস। তিনি প্রথমবারের মতো বাফুফে নির্বাচনে অংশ নিতে চান। হঠাৎ বাফুফে নির্বাচনে অংশগ্রহণের কারণ সম্পর্কে সাবেক তারকা ফুটবলার বলেন, ‘বিগত নির্বাচনে আমি কাউন্সিলর ছিলাম না। এবার কাউন্সিলর হয়ে নির্বাচন করলাম। ’

সদস্য পদে আরও মনোনয়ন নিয়েছেন গত নির্বাচনে সহসভাপতি পদে হেরে যাওয়া আমিরুল ইসলাম বাবু, নোফেল স্পোর্টিংয়ের সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, ফিফা থেকে নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের স্ত্রী তাসমিন রেজওয়ানাসহ আরও কয়েকজন।  

বাফুফে নির্বাচনে মনোনয়নপত্র আগামীকাল ও ১২ অক্টোবর সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। এবারও সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।