ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না বাফুফের লোগো

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না বাফুফের লোগো

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ২৬ অক্টোবর। এর আগেই সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ইমরুল হাসান।

এই পদ ছাড়া বাকি সব পদে নির্বাচন হবে। সব প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।  

সবাই নিজেদের প্রচারণায় বাফুফের লোগো ব্যবহার করছেন। বাফুফে এই বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন। কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য বাফুফের লোগো ব্যবহার করতে পারেন না। এই বিষয়ে প্রার্থীদের সতর্ক করেছে বাফুফে। প্রার্থীদের লোগো ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

বাফুফে নির্বাচনী বিধিমালায় লোগো ব্যবহার নিয়ে কোনো নির্দেশনা নেই। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের নিষেধাজ্ঞা নাই, বাফুফের আপত্তি করার অধিকার রয়েছে। ’

গত দুই দিন এ নিয়ে আলোচনার পর বাফুফে বিজ্ঞপ্তি দিয়েছে এই সংক্রান্ত। সাধারণ সম্পাদকের বিজ্ঞপ্তির তারিখ ২২ অক্টোবর হলেও আজ সকালে বাফুফের ফেসবুক পেজে এটি শেয়ার হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।