ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্যালন ডি’অর নিয়ে যা বললেন ভিনি ও তার সতীর্থরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ব্যালন ডি’অর নিয়ে যা বললেন ভিনি ও তার সতীর্থরা

লম্বা সময় ধরে গুঞ্জন উঠছিলো এবারের ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু পুরস্কার বিতরনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা গেল সেটি পাচ্ছেন না তিনি।

যে কারণে প্যারিসে যাননি রিয়ালের কেউই।  

রদ্রির হাতে তুলে দেওয়া হয় এবারের ব্যালন ডি’অর। এতে অবশ্য ঘাবড়ে যাননি রিয়ালের তারকা ফরোয়ার্ড। মুখ খুলেছেন তিনি। সঙ্গে পাশে পেয়েছেন অনেককেই। যার মধ্যে উল্লেখযোগ্য তার সতীর্থরা। টনি ক্রুসসহ ভালভার্দে, চুয়ামেনি, কামাভিঙ্গারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন ভিনির পাশে থাকার কথা।

অনেকটা আক্ষেপে পুড়ে ব্যালন ডি’অর নিয়ে ভিনিসিয়ুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘এটা (ব্যালন ডি'অর) পেতে হলে আমাকে ১০ গুন ভালো করতে হবে। এটা আমাকে দিতে তারা প্রস্তুত নয়। ’

রিয়ালের উরুগুয়ে মিডফিল্ডার ফেদে ভালভার্দে লিখেছেন, ‘কোনো পুরস্কারের সাধ্য নেই বলার তুমি কতটা ভালো। আমি শুধু খেলোয়াড় হিসেবে মাঠে তোমার ঝলকের কথা বলছি না, মাঠের বাইরেও। ভালোবাসি ভাই। ’ 

ফরাসি মিডফিল্ডার চুয়ামেনি লিখেছেন, ‘তুমি কি দিতে পার সেজন্য তারা প্রস্তুত নয়। আমরা সব জানি ভাই। ’ কামাভিঙ্গা প্রতিক্রিয়া দিয়েছেন এইভাবে, ‘ফুটবল রাজনীতি’, আমার ভাই বিশ্বের সেরা খেলোয়াড়, কোন অ্যাওয়ার্ড অন্য কিছু বলবে না। ভালোবাসি ভাই। ’
 
ভিনির জাতীয় দলের সতীর্থ রিচার্লিসন লিখেছেন, ‘ভিনির ব্যালন ডি’অর না পাওয়া বিব্রতকর ব্যাপার। আজ যদি কেউ হেরে থাকে তাহলে ফুটবল হেরেছে। তুমি বিশ্বের সেরা ভাই। কোন ট্রফি এটা বদলাতে পারবে না। এগিয়ে যাও আর চুপ থেকো না। আমরা পাশে আছি। ’

রিয়ালের হয়ে গত বছর ছন্দে ছিলেন ভিনিসিয়ুস। দলটির হয়ে জেতেন স্প্যানিশ লা লিগা, সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক গোলসহ ৬ গোল করে হন আসরের সেরা খেলোয়াড়। লা লিগায় করেন ১৫ গোল। সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে করেন হ্যাটট্রিক।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।