ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম সাফ জয়ের মতোই অনুভূতি হচ্ছে সাবিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
প্রথম সাফ জয়ের মতোই অনুভূতি হচ্ছে সাবিনার

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল। বিমানবন্দরে অবশ্য আগে থেকেই সাংবাদিকদের ভিড়, সঙ্গে ছিলেন সমর্থকরাও।

রয়েছে ছাদখোলা বাস। এমন কিছু দেখার পর ঠিক প্রথমবার সাফ জয়ের মতোই অনুভূতি হচ্ছে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের।

গত আসরে (২০২২) সাফ জিতে আসার পর ঠিক এভাবেই সংবর্ধনা দেওয়া হয়েছিল নারী ফুটবল দলকে। ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে নেওয়া হয়েছিল তাদের। সেই পথ অতিক্রম করতে সময় লাগে তিন থেকে চার ঘণ্টা।

দুই বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি করে দেশে ফেরার পর সাবিনা বলেন, ‘প্রথমে ধন্যবাদ দিতে চাই দেশের মানুষদেরকে। যারা আজকের এই জয়ের জন্য অধীর আগ্রহে ছিলেন। সকলকে খুশি করতে পেরে বাংলাদেশ নারী দলের সকল সদস্য আনন্দিত। ’

‘আমি ধন্যবাদ দিতে চাই সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও বর্তমান সভাপতি তাবিথ আউয়ালসহ নতুন কমিটিকে। সকলের দোয়া ও সমর্থনে এই সফলতা এসেছে। দ্বিতীয়বার হলেও ঠিক প্রথমবারের মতোই অনুভূত হচ্ছে। এতেই বোঝা যায়, বাংলাদেশের মানুষ ফুটবল কতটা ভালোবাসে। ’

কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেননি সাবিনা, ‘আমি ধন্যবাদ দিতে চাই, আমার সকল মেয়েদের ও কোচিং স্টাফকে। তারা যেভাবে কঠোর পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’ 

দশরথ স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ৮১ মিনিটে জয়সূচক গোলটি এসেছে ঋতুপর্ণা চাকমার পা থেকে। ফাইনাল-সেরা তো বটেই টুর্নামেন্ট-সেরার পুরস্কারও জিতেছেন এই ফরোয়ার্ড। দেশে ফিরে তিনি বলেন, ‘সবাইকে ধন্যবাদ। এই ট্রফিটা দেশবাসিকে উপহার দিতে পেরে আমরা আনন্দিত। আপনারা আশীর্বাদ করবেন, সামনে যেন আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।