ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাবিনাদের অপেক্ষায় বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
সাবিনাদের অপেক্ষায় বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা ছবি: শাকিল আহমেদ

বিমানবন্দর থেকে বিজয় প্যারেড করে বাফুফে ভবনের পথে যাচ্ছে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। নারী ফুটবলারদের সংবর্ধনা জানাতে ইতোমধ্যেই বাফুফে ভবনে উপস্থিত রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অপেক্ষায় আছেন সাবিনাদের বাফুফে ভবনে আসার।

বিকাল ৪টার দিকে ছাদখোলা বাসে উঠলেও ধীরগতির কারণে এখনো গন্তব্যে পৌঁছাতে পারেননি ফুটবলাররা। দীর্ঘক্ষণ বাসে থাকার ক্লান্ত তো বটেই অনেকেই ক্ষুধার্ত হয়ে পড়েছেন।  

গত আসরেও সাফ চ্যাম্পিয়ন হওয়ার ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে যান নারী ফুটবলাররা। এবারও ঠিক তেমনটাই হচ্ছে। এর আগে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এআর/এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।