ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার জয়রথ থামাল সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
বার্সার জয়রথ থামাল সোসিয়েদাদ

চলতি মৌসুমে প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করাটা যেন অভ্যাসে  পরিণত করে ফেলেছে বার্সেলোনা। তাই কোনো ম্যাচে তাদের হেরে যাওয়া কিংবা গোলহীন থাকাটা এখন বিস্ময়করই বটে।

তেমনই এক দুঃস্বপ্নের রাত রিয়াল সোসিয়েদাদের কাছ থেকে উপহার পেল হ্যান্সি ফ্লিকের দল।

টানা সাত ম্যাচে জয়রথের গতকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে কাতালানরা। মৌসুমে এটি তাদের দ্বিতীয় হার। ৩৩ মিনিটে সোয়েসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন শেরালদো বেকার।

পুরো ম্যাচে বিবর্ণ বার্সেলোনা ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল৷ রবার্ট লেভানদোস্কির সেই গোল বাতিল হয় ভিএআরে।

এর পরেই বাঁধে বিপত্তি। রেফারির এই সিদ্ধান্তকেই ভুল বলছেন বার্সা কোচ ফ্লিক। যদিও রিপ্লেতে দেখা যায় লেভানদোস্কির বুটের সামান্য অংশ ছিলো অফসাইডে।

ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমি ছবিটি দেখেছি এবং সিদ্ধান্তটা ভুল ছিল। এটা বৈধ গোল ছিল। বাতিল করাটা পাগলামি হয়েছে। গোলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের রেফারিকে দোষ দেওয়া উচিত হবে না। আমরা সবাই মানুষ, আমাদের সবারই ভুল হয়। আজকের ভুলটা বড় ছিল। ’

হারলেও শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে বার্সা। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।