ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

যৌন নিপীড়নের দায়ে ফরাসি ফুটবলারের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
যৌন নিপীড়নের দায়ে ফরাসি ফুটবলারের কারাদণ্ড

যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পাচ্ছেন ফরাসি ফুটবলার উইসাম বেন ইয়েদার। ফ্রান্সের আদালত তাকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছে।

তবে প্রসিকিউটর ১৮ মাসের স্থগিতসহ ৩৪ বছর বয়সী এই ফুটবলারের দুই বছর ছয় মাসের কারাদণ্ড চেয়েছিলেন। বাদীর এক আইনজীবী আদালতে নিপীড়নের শিকার নারীকে ২৫ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান। কিন্তু অভিযুক্ত বেন ইয়েদারকে ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে ৫ হাজার ইউরো দিতে নির্দেশ দিয়েছে ফ্রান্সের নিস শহরের আদালত। সেই সঙ্গে ওই নারীর চিকিৎসা ব্যয়ও বহন করতে হবে ফরাসি ফুটবল তারকাকে।

শাস্তির ঘোষণার বিরোধিতা করেছেন বেন ইয়েদারের আইনজীবী। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে তিনি জানান, বেন ইয়েদার নেশাগ্রস্থ অবস্থায় যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আদালতে বেন ইয়েদার নিজে দাবি করেন, তিনি মাতাল ছিলেন। ওই অবস্থায় কোনো যৌন নিপীড়নের কথা তার মনে নেই।

গত সেপ্টেম্বরে বেন ইয়েদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক নারী। অভিযোগে বলা হয়, ফ্রেঞ্চ রিভেরায় নিজের গাড়িতে ওই নারীর ওপর যৌন নিপীড়ন চালান বেন ইয়েদার। ঘটনার পর পুলিশ তাকে গাড়ি থামাতে বললেও তিনি পালিয়ে যান। পরে তাকে তার নিজের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার ড্রাইভিং লাইসেন্সও স্থগিত করা হয় ৬ মাসের জন্য। এর আগে গত বছর ফ্রান্সের দক্ষিণে আরেকটি ঘটনায় বেন ইয়েদারের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা এবং যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল।

গত মৌসুম শেষে মোনাকোর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে ক্লাবহীন অবস্থায় আছেন বেন ইয়েদার। দলটির হয়ে ২০১ ম্যাচে তিনি গোল করেন ১১৮টি, ক্লাবটির হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। ফ্রান্সের হয়ে তিনি খেলেছেন ১৯ ম্যাচ। সবশেষ ২০২২ সালের জুনে তাকে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।