ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘বছরের শেষ’ ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
‘বছরের শেষ’ ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করার আগে বেশ নড়বড়ে অবস্থায় আছে আর্জেন্টিনা। সর্বশেষ প্যারাগুয়ের কাছে হারতে হয়েছে তাদের।

সেই ম্যাচে আবার দলের কয়েকজন সেরা তারকা ইনজুরিতেও পড়েছেন। এবার আলবিসেলেস্তেদের 'বছরের শেষ' ম্যাচের প্রতিপক্ষ পেরু।  

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়নেস এইরেসের লা বোম্বোনেরায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের জন্য লিওনেল স্কালোনির 'বাজির ঘোড়া' সেই লিওনেল মেসিই। কারণ রক্ষণ ও মাঝমাঠে গুরুত্বপূর্ণ কয়েকজনকে পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ।  লিসান্দ্রো মার্তিনেজ, হেরমান পেসেলা, নিকোলাস গঞ্জালেস, ক্রিস্তিয়ান রোমেরো এবং নাহুয়েল মলিনাকে ছাড়াই খেলতে হবে মেসিদের।  

দলের এত এত খেলোয়াড় না থাকায় শেষ মুহূর্তে গিলিয়ানো সিমিওনেকে ডেকেছেন স্কালোনি। তাকে খেলানো হবে মলিনার জায়গায়। এই তরুণ ফুটবলার আবার স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে। কিন্তু স্কোয়াড ঘোষোণার একদিন পরেই কুতি রোমেরোও ছিটকে যান। তাকে ক্লাবের হয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।

আর্জেন্টিনার আরও বড় দুশ্চিন্তার নাম নিকোলাস তাগলিয়াফিকো। তিনিও ঘাড়ে চোট পেয়েছিলেন। তবে সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। ফলে তাকে একাদশে রাখা হবে।  

রক্ষণভাগের অধিকাংশ খেলোয়াড় ছিটকে যাওয়ায় আর্জেন্টিনা দলের টেকনিক্যাল স্টাফরা ফাকুন্দা মেদিনাকে ডেকে এনেছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল মারকোস সানেসির। কিন্তু মেদিনা আবার সেন্টার ব্যাক ও লেফট ব্যাক দুই ভূমিকাতেই খেলতে পারেন।  

এমিলিয়ানো মার্তিনেজ আগের মতোই থাকছেন পোস্টের সামনে। রক্ষণে তার সামনে থাকবেন গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি এবং তাগলিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস মাক আলিস্তারের জায়গা নিশ্চিত।  

আক্রমণভাগে মেসির নেতৃত্বে থাকছেন হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ।  

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি (অধিনায়ক), হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।