ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রতিশোধের ম্যাচে ব্রাজিলের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
প্রতিশোধের ম্যাচে ব্রাজিলের ড্র

কোপা আমেরিকার শেষ আসরে উরুগুয়ের বিপক্ষে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিল। পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের।

আজ সেই প্রতিশোধ নেয়ার সুযোগ ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা সন্তুষ্ট থাকতে হয়েছে ড্র নিয়ে । উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।  

এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো ব্রাজিল। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছিল সেলেসাওরা। ২০২৪ সালের শেষটা জয়ে রঙিন করতে না পেরে হতাশ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও।

প্রথমার্ধে আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করতে হয় তাদের। সেখান থেকেই অবশ্য ফিরে এসেছে তারা।  গোল পরিশোধের পর ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবলও দেখা গেছে। কিন্তু ফরোয়ার্ড লাইনের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের।  রাফিনিয়া, ইগর হেসুস, ভিনিসিয়ুসরা মিস করেছেন একের পর এক সুযোগ।  

উরুগুয়ে অবশ্য ব্যস্ত সময় পার করেছে রক্ষণে। ফেদে ভালভার্দের একমাত্র ফ্রি-কিক ছাড়া বলার মতো আক্রমণই ছিল না দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিনের দুই ফুটবল পরাশক্তির লড়াইটা প্রথমার্ধ শেষে ছিল গোলশূন্য। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সবচেয়ে উপভোগ্যও ছিল এই অর্ধ। বিরতির পর স্বাগতিক ব্রাজিল ত্রাস ছড়াতে শুরু করলেও এগিয়ে যায় উরুগুয়ে। ৫৫ মিনিটে গোলটি করেছেন ফেদেরিকো ভালভারদে। অবশ্য সফরকারীদের লিড টিকেছিল মাত্র ৭ মিনিট। রাফিনহার ক্রস উরুগুয়ে রক্ষণ ক্লিয়ার করতে ব্যর্থ হলে তখনই গারসনের সুযোগ সন্ধানী ভলি কাঁপিয়ে দেয় উরুগুয়ের জাল।

শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে চতুর্থ স্থানে ছিল ব্রাজিল। পয়েন্ট হারিয়ে টেবিলেরও এক ধাপ নিচে চলে গেছে সেলেসাওরা। ১২ ম্যাচে ১৮ পয়েন্টের মালিক ব্রাজিলের জায়গা হয়েছে এখন পঞ্চম স্থানে। অন্যদিকে ২০ পয়েন্ট দ্বিতীয় স্থান কিছুটা মজবুত করেছে উরুগুয়ে।  

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।