ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

জোড়া গোল-অ্যাসিস্টে সালাহর তিন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, ডিসেম্বর ২৩, ২০২৪
জোড়া গোল-অ্যাসিস্টে সালাহর তিন রেকর্ড মোহামেদ সালাহ

লিভারপুলে এটাই কি মোহামেদ সালাহর শেষ মৌসুম? হয়তো তাই, আবার হয়তো নাও। তবে নতুন চুক্তি হোক বা না হোক, লিভারপুলের জার্সিতে একের পর এক নতুন রেকর্ড গড়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

লন্ডন স্টেডিয়ামে ৯ গোলের রাতে গতকাল টটেনহামকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে অলরেডরা। সালাহ শুধু জোড়া গোলই করেননি, করেছেন জোড়া অ্যাসিস্টও। তাতে প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো মৌসুমে বড়দিনের ছুটির আগেই ১০-এর অধিক গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়লেন তিনি। এখন পর্যন্ত এই মৌসুমে তার নামের পাশে রয়েছে ১৫ গোল ও ১১ অ্যাসিস্ট।  

এনিয়ে টানা চার মৌসুমে ১০ এর অধিক গোল ও অ্যাসিস্টের দেখা পেলেন সালাহ। সেটাও করে দেখাতে পারেননি কোনো ফুটবলার। শুধু তা-ই নয়, সবমিলিয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয় মৌসুমে ১০ এর অধিক গোল ও অ্যাসিস্ট রয়েছে এই ফরোয়ার্ডের।  ছাড়িয়ে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনিকে (৫)।

রেকর্ড গড়ার পর সালাহ বলেন, ‘সত্যি বলতে ম্যাচ শুরুর আগে আমি তেমনটা ভাবিনি তবে সেটা করতে পারায় আমি আনন্দিত। এটা এমন কিছু যা আমাকে খুশি করে তোলে। আমি গর্বিত এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাব। ‘

এদিন বিল লিডেলকে (২২৮) টপকে লিভারপুলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সালাহ। ৩৭৩ ম্যাচ খেলে অলরেডদের হয়ে ২২৯ বার জাল কাঁপিয়েছেন তিনি। ৩৪৬ গোল নিয়ে চূড়ায় থাকা ইয়ান রাশকে ছাড়াতে পারবেন কি না প্রশ্নে এই ফরোয়ার্ড টেনে আনলেন অনিশ্চিত ভবিষ্যতের কথা।

তিনি বলেন, ‘অবশ্যই এটি (চতুর্থ সর্বোচ্চ গোলদাতা) অর্জন করা দারুণ ব্যাপার। লিভারপুল বিশাল একটি ক্লাব। তবে আবারও বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ম্যাচটা জিতেছি। তবে এই ধরনের অর্জন পেলে অসাধারণ লাগে। ’

‘সত্যি বলতে আমি জানি না, তিনি (রাশ) এতো গোল কীভাবে করেছেন। আমার মনে হয় তখনকার ফুটবল ছিল অনেকটা সাতজনের লড়াইয়ের  মতো, এখনকার মতো ১১ জনের লড়াই নয়। তিনি ক্লাবের একজন মহান কিংবদন্তি এবং আমাদের  মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আমার ক্যারিয়ার যেভাবেই শেষ হোক না কেন, আমি তাতেই খুশি থাকব। তাই দেখা যাক কী হয়। ’

সালাহর দাপুটে রাতে শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩৯। একই দিন অবশ্য হোঁচট খেয়েছে দুইয়ে থাকা চেলসি। এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। যার ফলে লিভারপুল থেকে পিছিয়ে আছে চার পয়েন্ট ব্যবধানে।

এদিকে বোর্নমাউথের ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।