ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফুটবল

ফ্রেঞ্চ সুপার কাপের হ্যাটট্রিক শিরোপা জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, জানুয়ারি ৬, ২০২৫
ফ্রেঞ্চ সুপার কাপের হ্যাটট্রিক শিরোপা জিতল পিএসজি মোনাকোকে হারিয়ে ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতলো পিএসজি/ ছবি : এএফপি

ফ্রেঞ্চ সুপার কাপটা একপ্রকার পিএসজির নিজস্ব সম্পত্তিই বলা যায়। গতকাল মোনাকোকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এই শিরোপা ঘরে তুলেছে প্যারিসিয়ানরা।

 

২০২২ কাতার বিশ্বকাপের জন্য নির্মিত অস্থায়ী স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য।  

তবে অতিরিক্ত সময়ে ফাবিয়ান রুইজের অ্যাসিস্টে উসমান দেম্বেলের করা গোলে জয় পায় পিএসজি।  

এ নিয়ে ১৩তম বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপ জিতলো ফরাসি জায়ান্টরা। আর শেষ ১২ বছরে এটি তাদের ১১তম শিরোপা।  

গতবারও পিএসজি লিগ রানার্সআপ মোনাকোকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। অর্থাৎ টানা দুইবার পিএসজির কাছে হেরে শিরোপা হাতছাড়া হলো তাদের।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।