ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

কোচিং কোর্স করবেন জামাল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
কোচিং কোর্স করবেন জামাল

আগামী ১৮ থেকে ৩০ জানুয়ারি এএফসি ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এবার সেই কোর্সে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

 

এশিয়ান ফুটবল কনফেডারেশন শীর্ষ ফুটবলারদের কোচিং প্রক্রিয়ায় আসার জন্য এলিট কোচিং কোর্স প্রোগ্রাম করেছে। সে প্রোগ্রামের আওতায় জামাল ভূঁইয়া এবার এ লাইসেন্স কোচিং কোর্স করবেন। তার সঙ্গে এই কোর্সে আরো থাকছেন ওয়ালী ফয়সাল, শাহেদ আলম, তৌহিদুল আলম সবুজসহ আরো অনেকে।  

‘এ’ লাইসেন্স কোচিং কোর্স করবেন বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা। বাফুফেতে পারফরম্যান্স এনালিস্ট হিসেবে নিয়োগ পাওয়া নাসিফ ইসলামও কোর্সে অংশ নেবেন। জাতীয় দলের সাবেক ফুটবলার মারুফ আহমেদ আমেরিকায় থাকেন। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর তত্ত্বাবধায়নে এই কোর্স অনুষ্ঠিত হবে। ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও এএফসি প্রো লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টু।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।