ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

সব দল নিয়েই কাজ করতে চান বাফুফের পারফরম্যান্স অ্যানালিস্ট

সিনিয়র করসেপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
সব দল নিয়েই কাজ করতে চান বাফুফের পারফরম্যান্স অ্যানালিস্ট

স্থায়ীভাবে পারফরম্যান্স অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নাসিফ ইসলাম বাফুফের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছেন।

শুরুতে ধারণা করা হয়েছিল জাতীয় দল নিয়েই কাজ করবে এই পারফরম্যান্স অ্যানালিস্ট। তবে তিনি জানালেন শুধু জাতীয় দল নয়, কাজ করবেন সব দল নিয়েই। এলিট একাডেমি থেকে শুরু করে প্রয়োজনের ভিত্তিতে সব দলের কোচদের সঙ্গেই সমন্বয় করে কাজ করবেন তিনি।

পারফরম্যান্স অ্যানালিস্ট মূলত কোচের চাহিদা অনুযায়ি কাজ করবেন। কোচের বিভিন্ন চাহিদার উপর ভিত্তি করে তথ্য সরবরাহ করবেন তিনি। আজ বাফুফে ভবনে নাসিফ বলেন, ‘আসলে আমরা শুধু জাতীয় দল নয় চাহিদার উপর ভিত্তি করে সব দলের সঙ্গেই কাজ করবো। জিপিএস ট্রাকিং কিংবা অন্যান অ্যানালাইসিস যা যা প্রয়োজন আমরা করবো। ’

জিপিএস ট্রাকিং কিংবা অন্যান্য তথ্যের জন্য সফটওয়্যারের ওপর নির্ভর করতে হয়। সেসব সফটওয়্যার চলে সাবসক্রিপশনের ভিত্তিতে।  

নাসিফ বলেন, ‘আসলে সফওয়্যারগুলো সাবসক্রিপশনের ভিত্তিতে কাজ করতে। আমরা সাবক্রিপশন নেব। এই বিষয়ে বাফুফে সভাপতি আমাদের অনুমতি দিয়েছেন। প্রয়োজনের ভিত্তিতে আমরা সাবক্রিপশন নেব। আমাদের কাজের স্বাধীনতা দেওয়া হয়েছে। ’

বাফুফেতে কাজের পরিধি বেশ বড়, এমনটাই জানিয়েছেন নাসিফ। কাজ করার জায়গা আছে। কোচিং স্টাফদের সঙ্গে মিলে এগিয়ে যেতে চান তিনি। কোচদের কাজ সহজ করাই অ্যানালিস্টের মূল কাজ। কোচের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে দলের খেলোয়াড় নির্বাচন এবং মূল্যায়ন করতে সাহায্য করা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।