ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

নটিংহ্যামের বিপক্ষে লিভারপুলের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
নটিংহ্যামের বিপক্ষে লিভারপুলের ড্র

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গেল নটিংহ্যাম ফরেস্ট। সমতায় ফিরতে বেশ বেগ পোহাতে হয়েছে লিভারপুলকে।

অবশেষে বিরতির পর গোল পেল তারা। কিন্তু এগিয়ে যাওয়া আর হয়নি। ড্র নিয়েই মাঠ ছেড়েছে টেবিলের শীর্ষস্থানধারীরা।

গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে নটিংহ্যাম ফরেস্ট। এই মৌসুমে আগের ম্যাচে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়েছিল টেবিলের দুইয়ে থাকা ক্লাবটি। ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। আর ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অল রেডসরা।

সিটি গ্রাউন্ডে এগিয়ে যেতে সময় নেয়নি নটিংহ্যাম। অষ্টম মিনিটে তাদের এগিয়ে নেন ক্রিস উড। অ্যান্থনি এলাঙ্গা থেকে পাওয়া থ্রু বল বক্সে থেকে দারুণ শটে জালে পাঠান নিউজিল্যান্ডের এই ফরোয়ার্ড। সমতায় ফিরতে চেষ্টা চালিয়ে যায় লিভারপুল। তবে প্রতিপক্ষের রক্ষণদেয়াল বাধা হয়ে দাঁড়ায়।  

বিরতির পর অবশেষে সমতায় ফিরতে পারে লিভারপুল। ৬৬তম মিনিটে তাদের সমতায় ফেরান বদলি নামা দিয়েগো জটা। কস্তাস সিমিকাসের কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। দুই মিনিট পর ফের সুযোগ পান তিনি। তবে নটিংহ্যাম গোলরক্ষকের নৈপুণ্যে এগিয়ে যেতে পারেনি। বাকি সময়েও চেষ্টা চালায় লিভারপুল। তবে আর পারেনি। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।