ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

চুক্তি নবায়ন করেছেন কাবরেরা-বাটলার

সিনিয়র করেসপেন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
চুক্তি নবায়ন করেছেন কাবরেরা-বাটলার

গত বছর ডিসেম্বরের ৩১ তারিখ চুক্তি শেষ হয়েছে বাংলাদেশ নারী এবং পুরুষ ফুটবল দলের দুই কোচের। তাদের দু'জনের সঙ্গেই চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

পুরুষ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। এছাড়া সাফ জয়ী কোচ পিটার বাটলারের সঙ্গে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। আজ এই বিষয়ে নিশ্চিত করেছে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নানা গুঞ্জনের শুরু হয়। কাবরেরার থাকা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। নতুন কোচের প্রোফাইল বাফুফে যাচাই-বাছাই করে দেখছে, এমন খবরও চাউর হয়। অবশেষে ঝুলে থাকা ইস্যুর সমাধান করল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। আজ আমিরুল ইসলাম বাবু বলেন, ‌‌‘হাভিয়ের কাবরেরা এবং সাফ জয়ী নারী দলের কোচ পিটার বাটলার দুই জনের সঙ্গেই বাফুফে চুক্তি নবায়ন করা হয়েছে।  হাভিয়ের কাবরেরার সঙ্গে ২০২৬ সালের এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। এছাড়া সাফ জয়ী কোচ পিটার বাটলারের সঙ্গে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। ’

বর্তমানে ছুটিতে আছেন দুই কোচ।  সামনে ফুটবলের ব্যস্ত সূচি অপেক্ষা করছে। দ্রুতই তারা দেশে ফিরবেন এমনটাই জানিয়েছেন বাবু। এছাড়া নারী দলের ক্যাম্প ইতোমধ্যেই শুরু হয়েছে। সরকারি কোচরা ক্যাম্পের ফুটবলারদের ট্রেনিং করাচ্ছেন। কোচ পিটার বাটলারের সঙ্গে সমন্বয় করেই ট্রেনিং পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বাবু বলেন, ‘মেয়েদের ক্যাম্প শুরু হয়েছে। আমাদের সহকারী কোচেরা তাদের ট্রেনিং করাচ্ছেন। কোচ পিাটার বাটলারের সঙ্গে আলোচনা করেই তারা কোচিং করাচ্ছেন। কোচের দিক নির্দেশনা অনুযায়ি তারা কাজ করছেন। ’

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।