ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

২০৩৪ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকছেন হলান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
২০৩৪ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকছেন হলান্ড আর্লিং হলান্ড/সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগে খুব বাজে সময় কাটছে ম্যানচেস্টার সিটির। লিগ শিরোপা যে এবার বর্তমান চ্যাম্পিয়নদের হাতছাড়া হচ্ছে, তা একপ্রকার নিশ্চিত।

তবে এমন দুর্দিনেও একটি সুসংবাদ দিয়েছে ক্লাবটি। দলের মূল তারকা আর্লিং হলান্ডের সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে সিটিজেনরা।  

২০২২ সালে ডর্টমুন্ড থেকে সিটিতে আসেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। এরপর ক্লাবটির জার্সিতে ১২৬ ম্যাচ খেলে ১১১ গোল করেছেন তিনি। আগের চুক্তি অনুযায়ী, ২০২৭ পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল তার। তবে এখন চুক্তির মেয়াদ বৃদ্ধি পেল আরও ৭ বছর। অর্থাৎ অন্য কোনো কারণে চুক্তি বাতিল না হলে ৩৪ বছর বয়সেও সিটির জার্সিতেই খেলতে দেখা যাবে তাকে।

চুক্তি স্বাক্ষরের প্রতিক্রিয়ায় হলান্ড বলেন, 'নতুন চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত এবং এই বিখ্যাত ক্লাবে আরও বেশি সময় দিতে আমি মুখিয়ে আছি। ম্যানচেস্টার সিটি একটি বিশেষ ক্লাব, যেখানে অনেক অসাধারণ সব মানুষ, সমর্থক আছে এবং এমন পরিবেশ প্রত্যেকের সেরাটা বের করতে আনতে সহায়ক। '

সিটিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রধান কোচ পেপ গার্দিওলা, কোচিং স্টাফ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হলান্ড, 'আমি (প্রধান কোচ) পেপ এবং তার কোচিং স্টাফ, সতীর্থ এবং ক্লাবের যারা আছেন, সবাই আমাকে গত কয়েক বছরে অনেক সহযোগিতা করেছেন। '

হলান্ডের চুক্তি নবায়নের দুই মাস আগে গার্দিওলাও দুই বছরের জন্য নতুন চুক্তি স্বাক্ষর করেছেন।  

চুক্তি নবায়ন করায় হলান্ড সবমিলিয়ে সাড়ে ৯ বছর সিটিতে থাকবেন। প্রিমিয়ার লিগে এটি একটি নতুন রেকর্ড। এর আগে গত আগস্টে চেলসির সঙ্গে ৯ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন কোল পালমার।  

জার্মানির ক্লাব ছেড়ে প্রিমিয়ার লিগে যাওয়ার পর সিটির জার্সিতে ২টি প্রিমিয়ার লিগ শিরোপা, একবার করে চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ এবং একবার সুপার কাপ জেতার স্বাদ পেয়েছেন হলান্ড।  

এ মৌসুমে সিটির অবস্থা খারাপ হলেও হলান্ড নিজে ঠিকই ফর্মে আছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচ খেলেই করে ফেলেছেন ২১ গোল। কিন্তু সিটি এখন পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে রয়েছে। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১২।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।