রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ঠিকঠাক লড়াই করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে বিবর্ণ ছিল তারা।
গতকাল রাতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে সোসিয়েদাদকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। দলটির হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ এন্দ্রিক।
দাঁতের সমস্যার কারণে আজ মাঠে ছিলেন না এমবাপ্পে। তার অনুপুস্থিতিতে আক্রমণভাগ নিস্তেজ হয়ে থাকে। ভিনিসিয়ুস জুনিয়রের অধিনায়কত্বে খেলতে নামা রিয়াল প্রথম সুযোগ পায় ১৯তম মিনিটে। জুড বেলিংহ্যামের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে নেন এন্দ্রিক।
২৮তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করে রিয়াল। বেলিংহ্যামের পাস বক্সে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি ভিনিসিয়ুস। ৪৩তম মিনিটে সুযোগ পায় সোসিয়েদাদ। আন্দের বারেনেচেয়ার দারুণ শট ঝাপিয়ে এক হাত দিয়ে ঠেকিয়ে দেন আন্দ্রে লুনিন।
বিরতির পর আক্রমণ বাড়াতে থাকে সোসিয়েদাদ। ৪৯তম মিনিটে সুযোগ পায় তারা। মিকেল ওইয়ারসাবালের হেড অবশ্য এই যাত্রায় ঠেকিয়ে দেন লুনিন। দুই মিনিট পর এন্দ্রিকের শট ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি কারও। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। ফিরতি লেগে আগামী ১ এপ্রিল নিজেদের মাঠে সোসিয়েদাদকে মোকাবেলা করতে তারা।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
আরইউ