ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

ফুটবল

বেতিসের মাঠে হারল রিয়াল, শীর্ষে আতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
বেতিসের মাঠে হারল রিয়াল, শীর্ষে আতলেতিকো সংগৃহীত ছবি

প্রতিপক্ষের মাঠে শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তাদের সেই স্বস্তি আর থাকেনি।

পরে দুই গোল হজম করে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে একই রাতে দারুণ জয়ে শীর্ষে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।

লা লিগায় গতকাল রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। কিন্তু প্রথমার্ধেই বেতিসকে সমতায় ফেরান জনি কার্দোসো। আর দ্বিতীয়ার্ধে ইসকোর গোলে জয় নিশ্চিত হয় বেতিসের।  

দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় ম্যাচে খেলতে পারেননি রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। তা সত্ত্বেও শুরুটা ভালো হয় তাদের। দশম মিনিটে পাল্টা আক্রমণে উঠে মেন্দিকে বল দেন কিলিয়ান এমবাপ্পে। মেন্দি হয়ে বল যায় দিয়াজের কাছে। আর প্রথম ছোঁয়ায় ফাঁকা জালে বল পাঠান মরক্কান তারকা।  

গোল হজমের পর বেতিস চেষ্টা চালায় সমতায় ফেরার। ৩৪তম মিনিটে তারা পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখাও। ইসকোর কর্নারে জোরালো হেডে সমতা টানেন কার্দোসো। দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাসী বেতিস অল্প সময়ের মধ্যে এগিয়ে যায়।  

৫৪তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার জেসুস রদ্রিগেজকে নিজেদের বক্সে ফেলে দেন রিয়ালের আন্টোনিও রুডিগার। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলা ইসকো। গোল করে উদযাপন করেছেন তিনি এবং ম্যাচ শেষে আবার ক্ষমাও চেয়েছেন। বাকি সময় অনেক চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল।

লিগে এটি রিয়ালের চতুর্থ হার। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। দুইয়ে থাকা বার্সেলোনা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বেতিস উঠেছে ষষ্ঠ স্থানে।

অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে আতলেতিকো বিলবাওকে। একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা আলভারেস। এই জয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।