ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

ফুটবল

সেমিফাইনাল থেকে বিদায় নিল নেইমারবিহীন সান্তোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
সেমিফাইনাল থেকে বিদায় নিল নেইমারবিহীন সান্তোস বেঞ্চে বসে দলের হার দেখলেন নেইমার/সংগৃহীত ছবি

আগের ম্যাচেই চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। যে কারণে ঝুঁকি নেয়নি সান্তোস।

তাকে ছাড়া খেলতে নেমে ব্রাজিলের ঘরোয়া প্রতিযোগিতা পলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

নিজেদের ঘরের মাঠে সান্তোসকে ২-১ গোলে হারিয়ে পাঁচ বছর পর টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে করিন্থিয়ানস। প্রথমার্ধে দুই দল একটি করে গোল করলেও দ্বিতীয়ার্ধে রদ্রিগো গারোর গোল পার্থক্য গড়ে দেয়।  

তাছাড়া দুই লাল কার্ডও সান্তোসের হারের পেছনে বড় ভূমিকা রাখে। ৮১তম মিনিটে জে ইভালদো এবং যোগ করার সময়ের সপ্তম মিনিটে এসকোভার লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় সান্তোস। নেইমারবিহীন দলটি শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।