চোটের কারণে ছাড়তে হয়েছে আল হিলাল। সেখান থেকে ফিরে সান্তোসের হয়ে আলো ছড়ালেন।
আজ বাংলাদেশ সময় সকালে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। ম্যাচটিতে ২-১ গোলে হেরে বিদায় নেয় সান্তোস। ম্যাচের আগে বা পরে জানানো হয়নি নেইমারের না থাকার কারণ। এবার জানা গেল বিষয়টি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি কিছু।
তবে ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানান, নতুন করে চোট পেয়েছেন সাবেক এই পিএসজি ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করছিলেন, সেই কারণেই (স্থানীয় সময়) গত রাতে সান্তোস স্কোয়াডে ছিলেন না তিনি। ’
এই ব্যাপারে নেইমার বলেন, ‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করি…সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি। ’
গণমাধ্যমগুলো বলছে, ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে ঊরুতে চোট পান নেইমার। যা নিয়ে আগেও ভুগছিলেন তিনি। এই চোট অবশ্য ক্লাবের পাশাপাশি জাতীয় দলকেও ভোগাবে। লম্বা সময় পর ব্রাজিলের দলে জায়গা পেয়েছেন তিনি। আগামী ২১ তারিখ কলম্বিয়া ও ২৬ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলার কথা তার। এই চোট তাই বড় দুঃসংবাদ ব্রাজিলের জন্য।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
আরইউ