ঢাকা, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

ফুটবল

বদলি নেমে মেসির গোল, কোয়ার্টার ফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
বদলি নেমে মেসির গোল, কোয়ার্টার ফাইনালে মায়ামি ছবি: সংগৃহীত

আগের তিন ম্যাচ খেলানো হয়নি মেসিকে। আজ বদলি হয়ে নামলেন ক্যাভারিয়ার এফসির বিপক্ষে।

নেমে করলেন বাজিমাত। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে করলেন গোল। উচ্ছ্বাসে ভেসে ওঠে গ্যালারি। খেলাও শেষ হয় ইন্টার মায়ামির দারুণ জয়ে।  

কনকাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ফিরতি লেগে জ্যামাইকার কিংস্টনের ইন্ডিপেন্ডেন্টস পার্কে ক্যাভালিয়ার এফসিকে ২-০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। দুই লেগ মিলিয়ে ৪-০ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করেছে তারা।  

ম্যাচের ৩৭তম মিনিটে মায়ামিকে এগিয়ে নেন লুইস সুয়ারেস। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল পান মেসি। এই দুই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের। ম্যাচ থেকে বেশি আলোচনায় ছিল মেসির মাঠে থাকা নিয়ে। গত তিন ম্যাচ তাকে না খেলানোর পর কোচ হাভিয়ের মাশচেরানো অবশ্য নিশ্চয়তা দেন মাঠে নামানো হবে আজ। সেটিই হলো। ৫৩তম মিনিটে মাঠে নামানো হয়েছে তাকে।

জয়ের পর এই প্রসঙ্গে মায়ামি কোচ বলেন, ‘আমরা জানতাম, লিও তিন-চার ম্যাচ ধরে খেলছে না। অবশ্যই আমরা তাকে খেলাতে চাচ্ছিলাম। তবে এটা আমাদের বোঝা ও খোঁজার দরকার ছিল, তাকে মাঠে নামানোর সময় কোনটি। আমার মনে হয়, যা হয়েছে, ভালোই হয়েছে। সে মাঠে ভালো অনুভব করেছে। গোল করেছে। জ্যামাইকার মানুষ তাকে দেখতে পেয়েছে। সবারই জন্যই দারুণ এক রাত। ’

বাংলাধেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।