ভারত পা রাখার পর থেকেই বিভিন্ন অসহযোগিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। এর মধ্যে প্রতিকূল পরিবেশ পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে তাদের জন্য।
আজ শিলংয়ে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমকে তপু বলেন, ‘এই ম্যাচের আগে আমরা এক মাস সময় পেয়েছি। আমরা সেটপিস নিয়ে ভালোভাবে কাজ করেছি। অনেক মনোযোগী। কারণ ভারত মালদ্বীপর সঙ্গে তিনটা গোল করেছে, তিনটাই সেটপিস থেকে। আমাদের এই দিকে মনযোগী হতে হবে। যেন সেটপিস থেকে গোল না হজম করি। কারন তাদের অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে। ঘরোয়া লিগে আমি সাতটি গোল করেছি। এটা আমাকে অনুপ্রাণিত করছে। এবার দেশের জন্য গোল করতে চাই। ’
ডিফেন্সে তপুর প্রধান লক্ষ্য গোলহজম না করা। এছাড়া দলের সতীর্থদের উজ্জীবিত রেখে ভালো কিছু প্রত্যাশায় রয়েছেন তপু। এর আগেও ভারতের সঙ্গে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতা ম্যাচে কাজে লাগাতে চান তিনি। তার মতে, হামজা চৌধুরী দলে যোগ দেওয়ায় এই ম্যাচ ভিন্ন মাত্রা পেয়েছে। এই ম্যাচের তাৎপর্য ভিন্ন। এই ম্যাচের উত্তাপ টের পাচ্ছেন বাংলাদেশ দলের এই ডিফেন্ডার। তাই তিনি বলেন, ‘দেখেন অনেকগুলো ম্যাচ খেলেছি ভারতের সঙ্গে। তবে এইবারের ম্যাচ ভিন্ন। দেখেন কতটা হাইপ উঠেছে এই ম্যাচ ঘিরে। বাংলাদেশের সকলে তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। বিগ রেসপনসিবিলিটি থাকবে আমার ওপর। আমার চেষ্টা থাকবে গোল হজম না করা। তার সঙ্গে দলকে বুস্টআপ করা। আমার টার্গেট থাকবে আমার সঙ্গে যে তিনজন থাকবে, তাদের সঙ্গে নিয়ে একটা ভালো ফাইট দিতে পারা এবং গোল হজম না করা। ’
বাংলাদেশ দলে যেমন হামজা চৌধুরী যোগ দিয়েছেন, তেমনই অবসর ভেঙ্গে ভারত দলে ফিরেছেন তাদের সেরা তারকা সুনিল ছেত্রী। তার অন্তর্ভুক্তি ভারতকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে বলে জানিয়েছেন তপু।
তিনি বলেন, ‘ভারত দল ওভারঅল সবসময়ই ভালো হয়। যারা এসেছে তারা সকলেই আইএসএল খেলে এসেছে। এছাড়া যারা বদলি খেলোয়াড় এসেছেন তারাও খুবই ভালো। যদি সুনিল ছেত্রীর কথা বলি সে যখন থেকে অবসর নিয়েছে তার পর থেকে ভারত আর ম্যাচ জেতেনি। আমরা বুঝতেই পারছি সুনিল ছেত্রীর ইমপ্যাক্ট কতটা। সে আসার পর আবার ভারত ম্যাচ জিতেছে। আমাদের সুনিলকে নিয়ে বাড়তি পরিকল্পনা রাখতেই হবে। ’
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মাড়ড়চ ২৩, ২০২৫
এআর/এমএইচএম