দলের প্রয়োজনের মুহূর্তে আবারও জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে আল-নাসরকে এনে দিলেন গুরুত্বপূর্ণ এক জয়, বাঁচিয়ে রাখলেন শিরোপার আশা।
সৌদি প্রো লিগে আল-রিয়াধের বিপক্ষে শুরুটা ভালো হয়নি আল-নাসরের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফাইজ সেলেমানি গোল করে এগিয়ে দেন আল-রিয়াদকে। তবে দ্বিতীয়ার্ধে পুরো দৃশ্যপট বদলে দেন রোনালদো।
৫৬তম মিনিটে সাদিও মানের নিখুঁত পাস থেকে সহজ এক ট্যাপ-ইন করেন রোনালদো, সমতায় ফেরে আল-নাসর। এরপর ৬৪তম মিনিটে নিজের ক্লাসিক স্টাইলে ঝলসে ওঠেন এই পর্তুগিজ মহাতারকা, ভলিতে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।
এই জোড়া গোলের মাধ্যমে রোনালদোর পেশাদার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৩৩। ১০০ গোলের দিকে বেশ জোরেশোরেই ছুটছেন তিনি।
বয়স ৪০ পেরোলেও গোলের ক্ষুধা কমেনি একটুও—আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনিই সবচেয়ে বড় তারকা।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এমএইচএম