লা লিগায় টানা ২৪ ম্যাচে অপরাজিত বার্সেলোনা এবার জয়ের জন্য ভরসা রেখেছিল প্রতিপক্ষের এক ভুলে। অবনমন অঞ্চল ঘেঁষে থাকা লেগানেসের বিপক্ষে একমাত্র গোলটি আত্মঘাতী—তবুও কাজের কাজটা করে নিল বার্সা, বাড়িয়ে নিল পয়েন্ট ব্যবধান।
রাফিনহার ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান লেগানেস ডিফেন্ডার হোর্হে সায়েঞ্জ। পেছনে ছিলেন লেভানডভস্কি, যিনি বল পেলে গোল করাই প্রায় নিশ্চিত ছিল। তার আগেই গোলটা দিয়ে বসলেন সায়েঞ্জ!
ম্যাচের শুরুতে কিন্তু লেগানেসই বেশি সুযোগ তৈরি করেছিল। আদ্রিয়া আলতিমিরার শট দুর্দান্তভাবে রক্ষা করেন বার্সার গোলরক্ষক শেজনি। দানি রাবাও দুইবার কাছাকাছি গিয়েছিলেন গোলের।
গোল পাওয়ার পর কিছুটা ছন্দে ফেরে বার্সা। ফারমিন লোপেস দেখিয়েছেন দারুণ কিছু ঝলক, যদিও গোলের সামনে থেকে মিসটা ছিল একেবারে হতাশাজনক। এরপর ভাগ্যও পাশে ছিল বার্সার—রাবার এক গোল বাতিল হয় অফসাইডের কারণে, আর বদলি খেলোয়াড় দিয়েগো গার্সিয়া গোলমুখে বল পেয়ে উড়িয়েই দিলেন।
এই জয়ে বার্সার পয়েন্ট এখন রিয়াল মাদ্রিদের থেকে ৭ বেশি, যদিও রিয়ালের ম্যাচ বাকি আছে। ফলে শিরোপা দৌড়ে কিছুটা স্বস্তি মিলেছে কাতালানদের।
চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া দল থেকে মাত্র দুটি পরিবর্তন এনেছিলেন কোচ হান্সি ফ্লিক, তবে তার দল এদিন কিছুটা এলোমেলোই ছিল। তারপরও সব প্রতিযোগিতা মিলিয়ে এটা বার্সার টানা অষ্টম অ্যাওয়ে জয়।
প্রথমার্ধে অবশ্য বড় ধাক্কা খায় বার্সা—চোট পেয়ে মাঠ ছাড়েন গুরুত্বপূর্ণ লেফট-ব্যাক আলেহান্দ্রো বালদে।
লেভানডভস্কি এদিন নিজের বার্সা ক্যারিয়ারে শততম গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। রাফিনহার আরেক দারুণ ক্রস থেকে হেড করেছিলেন, কিন্তু বল চলে যায় পোস্ট ঘেঁষে বাইরে। আরেক দফায় সায়েঞ্জ আবার আত্মঘাতী গোলের কাছে গিয়েও কোনোমতে রক্ষা পান।
এখন ফ্লিকের দল পাড়ি দিচ্ছে জার্মানির দিকে—মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বড় পরীক্ষা বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এমএইচএম