ঢাকা, সোমবার, ১ বৈশাখ ১৪৩২, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

ফুটবল

লাউতারোর গোলে শীর্ষে ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
লাউতারোর গোলে শীর্ষে ইন্টার সংগৃহীত ছবি

ইতালিয়ান সিরি আ'তে কালিয়ারিকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে জায়গা পাকাপোক্ত করল ইন্টার মিলান।  

এই জয়ে তাদের পয়েন্ট দাঁড়ালো ৭১, নাপোলির থেকে ৬ পয়েন্ট বেশি।

হাতে আছে আরও একটি ম্যাচ, যা তাদের শিরোপার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রেখেছে।

ম্যাচের ২৬তম মিনিটে ইন্টারের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। শুরু থেকেই মাঠে ছিলেন তিনি এবং এরপর গোল করে নিজের ফর্মের ধারাবাহিকতাও ধরে রাখলেন।  

দলের বাকি দুই গোল এসেছে অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্কো আর্নাউটোভিচ ও জার্মান ডিফেন্ডার ইয়ান আউরেল বিসেকের পা থেকে। কালিয়ারির হয়ে সান্ত্বনার গোলটি করেন রবার্তো পিকোলি।

পুরো ম্যাচেই ইন্টার ছিল দাপুটে, আর লাউতারোর নেতৃত্বে আক্রমণভাগ ছিল ছন্দে। তাদের পরবর্তী ম্যাচ সোমবার, ঘরের মাঠে এমপোলির বিপক্ষে। সেই ম্যাচেও জিততে পারলে শিরোপা অনেকটাই হাতের নাগালে চলে আসবে।

অন্যদিকে কালিয়ারি এখনো অবনমন অঞ্চলের লড়াইয়ে আটকে আছে। হোসে লুইস পালোমিনো ম্যাচের শুরু থেকেই খেলেছেন, কিন্তু দলের পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল ছিল না।

সব মিলিয়ে, লাউতারো আবারও দেখালেন কেন তিনি ইন্টারের আস্থার নাম—গোল, নেতৃত্ব আর ধারাবাহিকতায় তিনি এখন সিরি আ'র অন্যতম সেরা স্ট্রাইকার।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।