ভুটানের লিগে খেলতে আগেই দেশ ছেড়েছিলেন চার ফুটবলার। আজ আরও পাঁচ ফুটবলার ভুটানের পথে রওয়ানা হয়েছেন।
সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল ভুটান যাওয়ার কথা রয়েছে কৃষ্ণার। আজ ভুটান গেছেন সানজিদা আক্তার, রুপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।
আগামী ২৫এপ্রিল শুরু হতে যাওয়া এই লিগে অংশ নিতে গেল ৬ এপ্রিলই থিম্পু চলে গেছেন পারো এফসিতে নাম লেখানো চার ফুটবলার- সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাচ্ছেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও রুপ্না চাকমা।
ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকারেরও এই দলের হয়ে খেলার কথা।
সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন থিম্পু সিটির হয়ে।
ভুটানের লিগে বাংলাদেশের ১০ নারী ফুটবলারের অংশগ্রহণ নতুন রেকর্ডও। আগে কখনো এক সাথে এত বেশি নারী ফুটবলার দেশের বাইরে খেলতে যাননি।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এআর/এমএইচএম