হোর্হে সাম্পাওলি আবারও সান্তোসের কোচ হিসেবে ফিরতে চলেছেন—এমন গুঞ্জনে উচ্ছ্বসিত ক্লাবের সমর্থকরা। সম্প্রতি পেদ্রো কাইশিনহাকে বরখাস্ত করেছে ক্লাব, আর এরপরই ২০১৯ সালের সফল কোচ সাম্পাওলির নাম শোনা যাচ্ছে জোরেশোরে।
সেই মৌসুমে সাম্পাওলির অধীনেই সান্তোস ব্রাজিলিয়ান লিগে রানার্সআপ হয়েছিল। তার কোচিংয়ে দল ৩৪টি ম্যাচ জিতেছিল, ড্র করেছিল ১৫টি, আর হেরেছিল ১৫টিতে। মাঠের বাইরে তার কড়া ব্যবস্থাপনা আর আক্রমণাত্মক ফুটবল দৃষ্টিভঙ্গি তখন অনেক প্রশংসা কুড়িয়েছিল।
এবার তার ফেরা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে, কারণ এখন দলে আছেন নেইমার। শৈশবের ক্লাবে ফিরেই নেইমার যদি তার পুরনো এই কোচের সঙ্গে জোট বাঁধেন, তাহলে সেটি হতে পারে সান্তোসের জন্য নতুন এক স্বর্ণযুগের সূচনা।
সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা ইতিমধ্যে সাম্পাওলির নাম বিবেচনায় রেখেছেন। যদিও তিতে ও দোরিভাল জুনিয়রের মতো নামী কোচদেরও প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা আগ্রহ দেখাননি। এদিকে ক্লাব বোর্ডের একাংশ আবার সাম্পাওলির ফিরে আসা নিয়ে কিছুটা চিন্তিত—কারণ তার কোচিংয়ের জন্য বড় বাজেট দরকার, এবং তিনি খেলোয়াড় কেনা-বেচাতেও বড়সড় দাবি রাখতে পারেন।
তবুও, সাম্পাওলি নিজে সান্তোসকে নিয়ে সবসময়ই আবেগী। ক্লাবের জন্মদিনে তিনি বলেছিলেন, “সান্তোস এবং এর দারুণ সমর্থকরা আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমি কখনো ভুলতে পারি না। আমি চাই এই ক্লাব আবার জাঁকজমকপূর্ণভাবে ঘুরে দাঁড়াক, যেমনটা ওদের প্রাপ্য। ”
সাম্পাওলির ব্রাজিলে কোচিংয়ের অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। তিনি আতলেতিকো মিনেইরো সহ আরও কয়েকটি ক্লাবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে ব্রাজিলের বেশ কিছু বড় ক্লাবে আর্জেন্টাইন কোচরা আছেন—লুইস সুবেলদিয়া (সাও পাওলো), হুয়ান পাবলো ভোজভোডা (ফোর্তালেজা), রামন দিয়াস (করিন্থিয়ান্স), গুস্তাভো কিন্তেরোস (গ্রেমিও)।
সব মিলিয়ে, সাম্পাওলির ফেরাটা শুধুই কোচ বদলের ঘটনা নয়—এটা হতে পারে নেইমারকে ঘিরে সান্তোসের ঘুরে দাঁড়ানোর রূপরেখা, যার দিকে তাকিয়ে আছে লাখো ভক্ত।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএইচএম