কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে লিওনেল মেসির পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে এই প্রসঙ্গ যতবারই আসে, ততবারই মেসি উত্তর এক থাকে।
এবার ‘সিম্পলি ফুটবল’ অনুষ্ঠানেও এই বিষয়ে কথা বলেন মেসি। এই অনুষ্ঠানটি হচ্ছে আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে উলফের। সম্প্রতি মায়ামি কমপ্লেক্সে গিয়ে মেসির বিশ্বকাপ ভাবনা শুনেছেন কিকে ও তার ছেলে পেদ্রো। আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, ‘সত্যি হচ্ছে, আপনি যদি থামতে এবং এটি নিয়ে ভাবতে চান তাহলে এখনও সময় আছে। তবে এটাও ঠিক সময় দ্রুত চলে যায়। আমি দেখব কেমন অনুভব করব। অবশ্যই এটা নিয়ে ভাবছি। তবে লক্ষ্য স্থির করতে চাচ্ছি না। ’
তবে বিশ্বকাপের বছর তার কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে মেসি বলেন, ‘আমার জন্য এ বছর খুবই গুরুত্বপূর্ণ। দিন ধরে ধরে এগিয়ে যেতে চাই এবং শারীরিকভাবে কেমন অনুভব করব সেটার ওপর নির্ভর করবে। সেখানে থাকতে পারব কি না এ নিয়ে আমাকে সৎ থাকবে হবে। ’
২০১৪ বিশ্বকাপের ফাইনাল হারের যন্ত্রণার কথা জানিয়েছেন মেসি। ৩৭ বছর বয়সী প্লে মেকার বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় হয়েছে। দৃষ্টিভঙ্গি পাল্টেছে। দুটি বিশ্বকাপ জিততে পারতাম, তবে আমার বিশ্বকাপ আছে। ’
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
আরইউ