ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

কিউবা থেকে আমরা লং টার্ম সার্ভিস পেতে পারি: ইমরুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, এপ্রিল ২০, ২০২৫
কিউবা থেকে আমরা লং টার্ম সার্ভিস পেতে পারি: ইমরুল হাসান ছবি: সংগৃহীত

দেশের ফুটবলে নতুন করে জাগরণের হাওয়া দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে তার অভিষের পরে দেশের ফুটবল নতুন করে প্রাণ পেয়েছে এমনটা বলাই যায়।

 

এরপর অনেক প্রবাসী ফুটবলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। এই ধারাবাহিকতায় ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেল বাংলাদেশে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। বেশ কিছুদিন থেকেই তার সঙ্গে যোগাযোগ করে আসছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। আজ আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের হয়ে খেলার সম্মতি দিয়েছেন ১৯ বছর বয়সি এই ফুটবলার। বয়স কম হওয়ায় তার কাছ থেকে লম্বা সময় সাপোর্ট পাওয়া যাবে বলে মনে করেন ইমরুল হাসান।

গতকাল শনিবার কিউবাকে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব দিয়ে মেইল করা হয়েছে। আজ বিকেল নাগাদ সম্মতি দিয়ে ফিরতি মেইল করেছেন কিউবার এজেন্ট। আগামী জুনেই কিউবা বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে পারবেন বলে আশাবাদী ইমরুল হাসান। তিনি বলেন, ‘কিউবা আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের হয়ে খেলার সম্মতি প্রদান করেছেন। এখন তার জন্য পরবর্তী পক্রিয়া গুলো শুরু করতে হবে। তার পাসপোর্ট এবং আনুসাঙ্গিক বিষয়গুলোর কাজ শুরু করতে হবে। আগামী জুনেরে আগেই  কিউবার বাংলাদেশের জার্সিতে খেলার জন্য সব কিছু করা সম্ভব। ’

হামজা বাংলাদেশ দলে যোগ দিয়ে দলের শক্তি বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে কিউবার মত তরুন ফুটবলার যোগ হলে দলের শক্তি আরও বাড়বে বলে মনে করেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘হামজা ভিন্ন মাপের ফুটবলার। তার সঙ্গে কিউবা যোগ দলে আরও ভিন্নতা যোগ হবে। এছাড়া কিউবার বয়স কম। তার থেকে আমরা লং টার্ম সার্ভিস পেতে পারি। ’

কিউবার বাবা জ্যামাইকান এবং মা বাংলাদেশি। তিনি এখনো ইংল্যান্ডের হয়ে কোনো বয়সভিত্তিক দলে খেলেননি। তাই বাংলাদেশের হয়ে তাকে খেলাতে খুব বেগ পেতে হবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। বাংলাদেশের পাসপোর্ট ও এফএ’র ছাড়পত্র হলেই হবে। যা দ্রুত সময়ের মধ্যেই হয়ে যাবে বলে আশাবাদী সকলে। কিউবা নম্বর টেন পজিশনে খেলেন। বাংলাদেশের যে গোলখরা রয়েছে সেটার সমাধানে কিউবা ভালো ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদী সকলে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ