ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

ফুটবল

বার্সেলোনার বিপক্ষে কামাভিঙ্গা ও আলাবাকে নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
বার্সেলোনার বিপক্ষে কামাভিঙ্গা ও আলাবাকে নিয়ে শঙ্কা

এমনিতেই চোটে জর্জরিত রিয়াল মাদ্রিদ। এর মধ্যে দুঃসংবাদ পেল তারা।

ইনজুরিতে পড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য দাভিদ আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা। কোপা দেল রের ফাইনালে দুজনের কাউকেই পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই লস ব্লাঙ্কোসদের।  

গতকাল রাতে লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়লাভ করেছে রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটি করেন আর্দা গুলের। কিন্তু ম্যাচের পর জানা যায় চোটে পড়েছেন কামাভিঙ্গা ও আলাবা। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কার্লো আনচেলত্তি।

তিনি বলেন, ‘আগামীকাল মেডিকেল পরীক্ষার পর দুজনের অবস্থা বোঝা যাবে। তবে দুজনই পায়ের পেশির চোটে পড়েছে এবং এই মুহূর্তে মনে হচ্ছে, শনিবারের ফাইনালে তাদের খেলার সম্ভাবনা কমই। ’

এই দুজন ছাড়া চোটের কারণে খেলার সম্ভাবনা নেই কিলিয়ান এমবাপ্পেরও। এছাড়া মাঠের বাইরে রয়েছেন ফেরলান্দ মেন্দি, এদার মিলিতাও। তাদের বদলে খেলতে পারে ফ্রান গার্সিয়া ও ফেদেরিকো ভালভার্দে।  

আগামী রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ২টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুদল।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।