ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

ফুটবল

ফের লা লিগা থেকে অবনমন রোনালদোর ক্লাবের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
ফের লা লিগা থেকে অবনমন রোনালদোর ক্লাবের ছবি: সংগৃহীত

আবারও লা লিগা থেকে অবনমন হয়েছে রিয়াল ভাইয়াদলিদের। গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে ৫-১ ব্যবধানে বড় হারে রেলিগেশন নিশ্চিত হয়ে যায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর মালিকানায় থাকা ক্লাবটির।

২০১৮ সালে ভাইয়াদলিদের ৫১ শতাংশ মালিকানা কিনে নেন রোনালদো। তখন থেকে সাত বছরে এ নিয়ে তৃতীয়বার অবনমন হয়েছে ক্লাবটির। ২০২০-২১ মৌসুমে অবনমনের পরের মৌসুমে তারা লা লিগা ফেরে। কিন্তু পরের মৌসুমে ফের রেলিগেশনে চলে যায় তারা। এরপর চলতি মৌসুমে ফিরে আসলেও টিকে থাকতে পারেনি।  

পুরো মৌসুমে স্রেফ ৪ জয় ও ৪ ড্র করা ক্লাবটির পয়েন্ট ১৬! ৩৩ ম্যঅচে তারা হেরেছে ২৫টি ম্যাচেই। গোল করতে পেরেছে ২৪টি। আর হজম করেছে ৮১ গোল! দলের এমন করুণ অবস্থায় ফুটবলাররা ভেঙে পড়েছে। এমনটিই জানিয়েছেন কোচ আলভারো রুভিও।

তিনি বলেন, ‘আমাদের জন্য খুবই কঠিন দিন। ড্রেসিং রুম একরকম বিধ্বস্ত। তবে কোনো অজুহাত দেব না। আমাদের আজকে এই অবস্থা, কারণ এটিই আমাদের প্রাপ্য। শীর্ষ লিগের মানের সঙ্গে মানিয়ে নিতে পারিনি আমরা। দায় আমাদেরই নিতে হবে ও মেনে নিতে হবে। আপাতত মৌসুমটা সম্মান নিয়ে শেষ করার কথা ভাবতে হবে। ’

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।