বেনফিকা অধ্যায়ের সমাপ্তি ঘটেছে আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়ার। পর্তুগিজ ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল পর্তুগিজ শীর্ষ লিগের শেষ রাউন্ডে ব্রাগার সঙ্গে ১-১ ব্যবধানের ড্র করে মৌসুম শেষ করে বেনফিকা। শিরোপার খুব কাছে গিয়েও স্পোর্তিং লিসবনের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় হয়েছে ক্লাবটি। ৩৪ ম্যাচে বেনফিকার সংগ্রহ ৮০ পয়েন্ট, আর চ্যাম্পিয়ন স্পোর্তিংয়ের পয়েন্ট ৮২।
ম্যাচ শেষে বেনফিকাকে বিদায় বলে দিয়ে ৩৭ বছর বয়সী দি মারিয়া নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই জার্সিতে এটি ছিল আমার শেষ লিগ ম্যাচ। ফের বেনফিকার হয়ে খেলতে পেরে আমি গর্বিত। ’
বেনফিকায় দি মারিয়ার শুরুটা হয় ২০০৭ সালে। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসে খেলে ২০২৩ সালে আবারও ফিরেছিলেন লিসবনের ক্লাবটিতে। সব মিলিয়ে বেনফিকার হয়ে ২১১ ম্যাচে ৪৭ গোল ও ৫৩ অ্যাসিস্ট করেছেন তিনি।
চলতি মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হলেও বেনফিকা জিতেছে পর্তুগিজ সুপার কাপ ও লিগ কাপ। সামনে আরেকটি শিরোপা জয়ের সুযোগ আছে তাদের সামনে। আগামী রোববার পর্তুগিজ কাপের ফাইনালে তারা মুখোমুখি হবে স্পোর্তিং লিসবনের।
বেনফিকার সঙ্গে দি মারিয়ার চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন। সেই পর্যন্ত তিনি থাকবেন কিনা বা ক্লাব বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি এখনও।
আরইউ