আর্সেনালের সাবেক ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ গঠন করেছে ব্রিটিশ পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে শুক্রবার বিষয়টি নিশ্চিত করে।
৩২ বছর বয়সী এই মিডফিল্ডারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তিনজন ভিন্ন নারীর পক্ষ থেকে করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনাগুলো ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ঘটেছে।
পুলিশ জানায়, পাঁচটি ধর্ষণের অভিযোগ এসেছে দুই নারীর কাছ থেকে, আর একটি যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন তৃতীয় এক নারী।
তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফার্ফি বলেন, “আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো—ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। যারা এই মামলায় প্রভাবিত হয়েছেন বা গুরুত্বপূর্ণ তথ্য রাখেন, তাদের আমরা তদন্তকারীদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি। ”
তদন্তের সূত্রপাত ঘটে ২০২২ সালের ফেব্রুয়ারিতে, যখন পুলিশের কাছে প্রথম ধর্ষণের অভিযোগ আসে। পরে ২০২২ সালের জুলাইয়ে পার্টেকে গ্রেপ্তার করা হলেও তার নাম তখন প্রকাশ করা হয়নি। তদন্ত চলাকালে তিনি আর্সেনালের হয়ে খেলতে থাকেন।
থমাস পার্টের আইনজীবী বা প্রতিনিধির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তাকে আগামী ৫ আগস্ট লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে হবে।
২০১৬ সালে থমাস পার্টের ঘানা জাতীয় দলে অভিষেক ঘটে। ২০২০ সালের অক্টোবর মাসে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে ইংলিশ জায়ান্ট আর্সেনালে যোগ দেন তিনি। ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফারে আসার পর দ্রুতই তিনি আর্সেনালের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন। তবে গত মৌসুম শেষে তার চুক্তি শেষ হওয়ায় তিনি এখন ফ্রি এজেন্ট।
এমএইচএম