চ্যাম্পিয়নস লিগ জয় করে উড়তে থাকা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আরও একটি শিরোপার পথে এগিয়ে গেল। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসি ক্লাবটি।
তবে ম্যাচের সবচেয়ে করুণ মুহূর্তটি এসেছিল প্রথমার্ধের অন্তিমে—জার্মান তারকা জামাল মুসিয়ালা পা ভেঙে মাঠ ছাড়েন, যা ম্যাচের আনন্দ ম্লান করে দেয়।
শনিবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে পিএসজির হয়ে গোল দুটি করেন দেজিরে দুয়ে ও উসমান দেম্বেলে। ৭৮ মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার পর জোয়াও নেভেসের পাস থেকে গোলটি করেন দুয়ে। খেলার অতিরিক্ত সময়ে দুর্দান্ত কনট্রোল ও তিন ডিফেন্ডারকে কাটিয়ে আশরাফ হাকিমির সহায়তায় গোল করেন দেম্বেলে।
তবে এর মাঝেও পিএসজি পড়েছিল বিপদে। শেষ ১০ মিনিটে দুইজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন—৮২ মিনিটে উইলিয়াম পাসো ও অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লুকাস হার্নান্দেজ।
ম্যাচে দুই দলই প্রথমার্ধে ভালো সুযোগ তৈরি করেছিল। ডোনারুম্মা অসাধারণ দুটি সেভ করে পিএসজিকে রক্ষা করেন। ২৭ মিনিটে মাইকেল অলিসে ও ৪১ মিনিটে আলেকজান্ডার পাভলোভিচের শট ঠেকান তিনি। বায়ার্নের কিপার নয়ারও ৩২ ও ৪৯ মিনিটে দারুণ সেভ দেন।
তবে প্রথমার্ধের শেষের দিকেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বাইলাইনের কাছে একটি বলের পেছনে ছুটতে গিয়ে মুসিয়ালার বাঁ পায়ের গোড়ালিতে সজোরে ধাক্কা মারেন এগিয়ে আসা ডোনারুম্মা। সঙ্গে সঙ্গেই পড়ে যান মুসিয়ালা, এবং ক্যামেরায় ধরা পড়ে তার পা অস্বাভাবিকভাবে ঝুলে আছে—যা স্পষ্টতই চোটের ভয়াবহতা প্রকাশ করে। দোনারুম্মা বুঝতে পেরে দৌড়ে যান না, বরং থেমে হাঁটু গেড়ে বসে পড়েন। মাঠে স্ট্রেচার এনে দ্রুত মুসিয়ালাকে সরিয়ে নেওয়া হয়।
দ্বিতীয়ার্ধে পিএসজি সমর্থকদের তীব্র দুয়ো শুনতে হয় দোনারুম্মাকে। ম্যাচে বায়ার্নের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, যার একটি হেড করেছিলেন হ্যারি কেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাওয়া একটি পেনাল্টির সিদ্ধান্ত ভিডিও রিভিউয়ের পর বাতিল হয়।
সেমিফাইনালে পিএসজির প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ, যারা আরেক কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে জয় পেয়েছে, যেখানে শেষ ১০ মিনিটে হয়েছে তিনটি গোল। ম্যাচের শেষ মুহূর্তে মার্সেল স্যাবিতজারের একটি শট ঠেকিয়ে দেন গোলকিপার কুর্তোয়া। ম্যাচে গঞ্জালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়ার গোলে প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় রিয়াল।
তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ডর্টমুন্ডের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ান বাইয়ার। এরপর ৬৭ মিনিটে বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপ্পে এক মিনিট পরই দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ব্যবধান ফেরান। অষ্টম মিনিটে সেরহু গিরাসি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান, তবে ম্যাচ আর ঘুরিয়ে দিতে পারেনি ডর্টমুন্ড।
এমএইচএম